ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ধর্মশালা থেকে মহিবুর রহমান

বাংলাদেশকে সুলতানের হুমকি

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বাংলাদেশকে সুলতানের হুমকি সুলতান আহমেদ

ধর্মশালা থেকে: আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আইসিসি’র সহযোগী সদস্য ওমানের ক্রিকেটাররা। ‘বাংলাদেশের বিপক্ষে আমরা জিতবো’ বলে হুঙ্কারও দিয়েছেন ওমানের অধিনায়ক সুলতান আহমেদ।



শুক্রবার (১১ মার্চ) বিকেলে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে বৃষ্টির বাগড়ায় ডাচদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে এমন হুঙ্কার দেন তিনি।

হল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচটি খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে। সুলতান আহমদকে প্রশ্ন করা হয়েছিল- শেষ ম্যাচে আপনাদের প্রতিপক্ষ বাংলাদেশ। তাদের নিয়ে কী ভাবছেন? সেই প্রশ্নের উত্তরেই বাংলাদেশকে হারানোর হুমকি দিয়ে রাখেন সুলতান।

শুধু কী তাই? বৃষ্টি না হলে তারা নেদারল্যান্ডসকেও হারিয়ে দিতো বলেও দাবি করেন তিনি। অবশ্য যারা এই মুহূর্তে উড়ন্ত ফর্মের বাংলাদেশকে হারানোর দুঃসাহস দেখায় তাদের সামনে ডাচরা তেমন আর কী দল?

যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দলীয় আত্মবিশ্বাস থাকে তুঙ্গে। ওমানের বেলায়ও হয়েছে তাই। বিশ্বমঞ্চে একেবারে প্রথম ম্যাচের জয়ই তাদের সামনে এগিয়ে যেতে বাড়তি প্রেরণা যোগাচ্ছে।

বুধবার (০৯ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারায় ওমান। আমির আলী ও জিসান মাকসুদদের ধারলো ব্যাটিংয়ের সামনে ২ উইকেটে আইরিশদের হার মানতে হয়।

মূলত ওই জয় দলটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাই তো সুলতান বললেন, আমরা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছি। এই আত্মবিশ্বাস নিয়েই আজ নেদারল্যান্ডসকে হারাতে মাঠে নেমেছিলাম। কিন্তু, বৃষ্টি আমাদের সেই উদ্দেশ্য সাধনে বাধার সৃষ্টি করেছে। আমাদের শেষ ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে। ছেলেদের বর্তমান পারফরম্যান্স এবং আইরিশদের হারানোর আত্মবিশ্বাস আমাদের এই ম্যাচ জয়ে বাড়তি প্রেরণা হিসেব কাজ করবে।

আগামী রোববার (১৩ মার্চ) বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করবে ওমান।   

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।