ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হিমাচল থেকে মহিবুর রহমান

ধর্মশালার টাইগার সমর্থকরা

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ধর্মশালার টাইগার সমর্থকরা ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: শুধু দেশেই নয়, প্রিয় দল বাংলাদেশ ও প্রিয় খেলোয়াড়দের সমর্থন জানাতে সুদূর ভারতের হিমাচলের ধর্মশালায় এসে হাজির টাইগার সমর্থকরা! মাঠে উপস্থিত হয়ে বাংলাদেশর পতাকা উড়িয়ে গ্যালারি থেকে চিৎকার দিয়ে বলছেন- ‘বাংলাদেশ! বাংলাদেশ! গো বাংলাদেশ, গো। হারিয়ে দাও, দেখিয়ে দাও’।



শুক্রবার (১১ মার্চ) রাতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে স্টেডিয়ামের চার নম্বর গেটের গ্যালারি থেকে এভাবেই ভালোবাসার বাংলাদেশকে সমর্থন জানাচ্ছিলেন টাইগার সমর্থক মিলন, সাজ্জাদ ও মুক্তার।

এই তিন টাইগার সমর্থকের মধ্যে মিলন ‘টাইগার মিলন’ নামে পরিচিত। যিনি দেশে ও দেশের বাইরে মাঠে থেকে দলকে সব সময়ই প্রেরণা দিয়ে থাকেন।

আরেক সমর্থক সাজ্জাদ এসেছেন ঢাকার মোহাম্মদপুর থেকে। ধর্মশালায় এসে দারুণ উদ্বেলিত এই ক্রিকেটপ্রেমী। জানালেন, বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ মূল পর্বে খেলবে সেই মুহূর্তের সাক্ষী হতেই এখানে আসা তার।

আর বিক্রমপুর থেকে আসা মুক্তার আলী বললেন, বৃষ্টি হওয়ায় টস জেতা গুরুত্বপূর্ণ ছিল। সেটি হয়নি। অবশ্য তাতে কোনো সমস্যা নেই। যে কোনো পরিস্থিতিতে আমরা জিতবো এবং বিশ্বকাপের মূল পর্বে খেলবো। আর আমরা সেই মূল পর্ব পর্যন্ত দলকে সমর্থন জানাতে মাঠে থাকবো।     

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এইচএল/আইএ

** বাংলাদেশকে সুলতানের হুমকি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।