ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওমানের বিপক্ষে খেলবেন তাসকিন, পরীক্ষা দিতে চেন্নাইয়ে সানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ওমানের বিপক্ষে খেলবেন তাসকিন, পরীক্ষা দিতে চেন্নাইয়ে সানি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে বাঁহাতি স্পিনার আরাফাত সানি দলে না থাকলেও একাদশে ছিলেন গতিতারকা তাসকিন আহমেদ। বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচেও আরাফাত সানিকে ছাড়াই দল সাজাবে বাংলাদেশ।

তবে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার ওই ম্যাচে দলে থাকবেন তরুণ ফাস্ট বোলার তাসকিন।

গত বুধবার (০৯ মার্চ) নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মাঠ আম্পায়ার সুন্দরম রবি ও রড টাকার বাংলাদেশি দুই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তাসকিন ও সানির বিরুদ্ধে ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের লিখিত অভিযোগ দেন আম্পায়াররা।

ফলে শনিবার (১২ মার্চ) চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যেতে হয়েছে আরাফাত সানিকে। একই পরীক্ষা দিতে আগামী সোমবার (১৪ মার্চ) চেন্নাইয়ে যেতে হচ্ছে তাসকিনকেও।

তবে আশার কথা পরীক্ষার ফল না জানা পর্যন্ত পরবর্তী ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন বোলাররা। সেই অনুযায়ীই আয়ারল্যান্ডের বিপক্ষে ভেস্তে যাওয়া ম্যাচে দলে ছিলেন তাসকিন।

চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে সোমবার (১৪ মার্চ) দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন আরাফাত সানি। বাছাই পর্ব উতরে গেলে আগামী বুধবার (১৬ মার্চ) পাকিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচে সানিকে দলে পাওয়া যাবে।

ওমানের বিপক্ষে সোমবার বাছাই পর্বের শেষ ম্যাচ খেলে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাই যাবেন ‘গতিদানব’ তাসকিন।

দুই বোলারকে আলাদা দিনে পরীক্ষা করানো প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, শুক্রবারের (আয়ারল্যান্ডের বিপক্ষে) ম্যাচে তাসকিন দলে ছিল। ফাস্ট বোলার হিসেবে একটানা খেলার পর ভ্রমণ করলে সে ক্লান্ত হয়ে পড়তে পারে। তা ছাড়া বাছাইপর্বের শেষ ম্যাচে তাকে আমাদের প্রয়োজন। সে জন্যই তাসকিনকে আমরা পরে পাঠাচ্ছি।

বাংলাদেশে সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমজেএফ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।