ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদার্ন ও ইস্ট ডেলটার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সাদার্ন ও ইস্ট ডেলটার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হওয়া ‘দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট’ এর দ্বিতীয় আসরের শনিবারের (১২ মার্চ) খেলায় জয় পেয়েছে সাদার্ন বিশ্ববিদ্যালয় ও ইস্ট ডেলটা।

সাদার্ন বিশ্ববিদ্যালয় ১৬ রানে এবং ইস্ট ডেলটা ৫ উইকেটে জয়ী হয়।



দিনের প্র্রথম খেলায় মাঠে নামে সাদার্ন বিশ্ববিদ্যালয় আর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। টস জিতে সাদার্ন ২০ ওভারে তোলে ১২৩ রান। জবাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ১৮.২ ওভারে অলআউট হওয়ার আগে ১০৮ রান তুলতে সক্ষম হয়।
 
খেলা শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ কাজী কামরুল (সাদার্ন) কে ক্রেষ্ট তুলে দেন বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল।

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয় এবং পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়। টস জিতে পোর্ট সিটি ব্যাটিংয়ে নেমে ১৪.৩ ওভারে মাত্র ৩৭ রান তুলে অলআউট হয়। জবাবে, ৫ উইকেট হারিয়ে ১২.১ ওভার ব্যাট করে ইস্ট ডেলটা জয়ের বন্দরে পৌঁছে যায়।

খেলা শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ তাহলিলকে (ইস্ট ডেলটা) ক্রেস্ট তুলে দেন সাবেক খেলোয়াড় সুব্রত চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।