ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির ভাবনায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আফ্রিদির ভাবনায় টাইগাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের মাটিতে এশিয়া কাপে টাইগারদের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেওয়া পাকিস্তান এবার ভারতের মাটিতেও বেশ সতর্ক। আর টাইগারদের নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করেছেন পাকিস্তানের দলপতি শহীদ আফ্রিদি।



টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে পা রেখে আফ্রিদি তাদের বিশ্বকাপ মিশনের কথা তুলে ধরেন। তাতে, লাল-সবুজদের নিয়ে বাড়তি চিন্তার কথা জানান।

নিজেদের মাটিতে দুর্দান্ত খেলে এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও দুর্দান্ত লাল-সবুজরা। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে একরকম উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আয়ারল্যান্ডকে। তবে, বৃষ্টি বাধায় টাইগারদের দ্বিতীয় ম্যাচটি পণ্ড হলে তাতে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় আইরিশরা।

বাছাইপর্বে তৃতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচে জয় নিয়েই সুপার টেনে উঠতে চায় বাংলাদেশ। তাতে, মূলপর্বে প্রথম ম্যাচেই মাশরাফি বাহিনীকে মোকাবেলা করতে নামবে শহীদ আফ্রিদির পাকিস্তান।

ভারতে অবস্থান করা পাকিস্তানের দলপতি আফ্রিদি সংবাদ কর্মীদের জানান, যেকোনো বড় আসরে প্রথম ম্যাচটি সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা নিজেদের ছন্দ ধরে রেখেই মাঠে নামবো। বাংলাদেশের বিপক্ষেই হয়তো আমাদের প্রথম ম্যাচে মাঠে নামতে হবে। এরপর আমাদের প্রতিপক্ষ ভারত। দু’টি ম্যাচই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩৮ বছর বয়সী পাকিস্তানের দলপতি আরও যোগ করেন, বাংলাদেশ সত্যিই দারুণ ক্রিকেট খেলছে। তাদের বিপক্ষে প্রথম ম্যাচেই আমাদের কলকাতার ইডেন গার্ডেনসে নামতে হবে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো করাই আমাদের প্রথম লক্ষ্য। আমি মনে করি আমাদের দলের পরিকল্পনাগুলোর এবার সঠিক বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে। পূর্বের ভুলগুলো শুধরে নিয়ে নিজেদের সেরাটা ঢেলে দিতে চাই।

আফ্রিদির বাড়তি চিন্তা নিছক অমূলক নয়। ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে টাইগারদের কাছে। একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হারিয়ে দেয় টাইগাররা। সদ্য সমাপ্ত এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাশরাফি-তাসকিন-সাকিব-সৌম্যদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় আফ্রিদির দলকে।

আগামী ১৬ মার্চ কলকাতায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় টাইগারদের বিপক্ষে লড়বে পাকিস্তান। এশিয়া কাপের পর বিশ্বমঞ্চে টাইগাররা প্রতিপক্ষের উপর যেভাবে ঝাপিয়ে পড়ছে তাতে পাকিস্তানের দলপতির কপালে চিন্তার বাড়তি ছাপ দেখা দেওয়াটাই স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।