ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেন তামিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেন তামিম ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৮ ডিগ্রি সেলসিয়াসের হিমশীতল ধর্মশালায় আবারও ‘আগুন’ ঝরালেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (বাছাইপর্ব) প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন তিনি।



রোববার (১৩ মার্চ) ধর্মশালায় মূল পর্ব নির্ধারণী ম্যাচে ওমানের সঙ্গে ৬০ বল খেলে এ সেঞ্চুরি (১০১) উদযাপনে মাতেন তামিম ইকবাল।

টি-টোয়েন্টিতে প্রথম কোনো বাংলাদেশিরও সেঞ্চুরি এটি। এর মাধ্যমে ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরির মাইলফলক ছুঁলেন টাইগারদের সেরা ওপেনার।

এই ঝড়ো ইনিংস খেলার পথে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান তামিম ইকবাল। শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন তিনি।

এর আগে, নিজের খেলা ৩৫তম বলকে বাউন্ডারি ছাড়া করে অর্ধশতক (৫২) তুলে নেন এ টাইগার ব্যাটসম্যান। খেলার শুরুতে খানিকটা ‘ঠাণ্ডা মেজাজ’ দেখালেও শেষ দিকে ‘বিস্ফোরক’ হয়ে ওঠেন তামিম। এই কথা বলছে তার প্রথম ৫২ রান তোলার তুলনায় পরবর্তী ৪৯ রান তুলতে মাত্র ২৫ বল খরচই।

ম্যাচের শুরুতেই ১১ রান করে তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। এরপর ১৩ রান করে হয়ে যান বাছাইপর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিশ্বকাপের শুরু থেকেই ‘আগুন’ ঝরছিল তামিমের ব্যাটে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৮ বল খেলে তুলেছিলেন ৮৩। সে ম্যাচেও ছিলেন অপরাজিত। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও ঝড় ছিল তামিমের ব্যাটে। ওই ম্যাচে ২৬ বল খেলে তিনি করেছিলেন ৪৭ রান।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬/আপডেট ২২০৬ ঘণ্টা
এইচএ/

** হাথুরেসিংহকে দেওয়া কথা রেখেছেন তামিম
** দুরন্ত তামিমের উড়ন্ত হাফসেঞ্চুরি
** দুটি মাইলফলকই স্পর্শ করলেন তামিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।