ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অন্য কিছু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অন্য কিছু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত যখনি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে, তখনই এশিয়ার পরাশক্তি দল দুটি ম্যাচের থেকেও বেশি উত্তেজনার যোগান দেয়। আজও সেই উত্তেজনার পারদ কিছুটা উঁচুতে।

বাংলাদেশ সময় রাত আটটায় বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ২০০৭ সালে গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছিল ভারত। গ্রুপপর্বে টাইগারদের বিপক্ষে হেরেছিল টিম ইন্ডিয়া। পোর্ট অব স্পেনের অষ্টম ম্যাচে আগে ব্যাট করে ব্লু জার্সিধারীরা করেছিল ১৯১ রান। লাল-সবুজের জার্সিধারীরা ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল।

সে ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছিলেন সৌরভ গাঙ্গুলি, ভিরেন্দর শেওয়াগ, রবিন উথাপ্পা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, অজিত আগারকার, জহির খান আর মুনাফ প্যাটেল। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন গাঙ্গুলি। ৪৭ রান আসে যুবরাজের ব্যাট থেকে। ৪৯.৩ ওভারে গুটিয়ে যায় ভারত।

টাইগারদের হয়ে ৯.৩ ওভারে ৩৮ রান খরচায় সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন বর্তমান দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনটি উইকেট নেন টাইগারদের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আরও তিনটি উইকেট দখল করেন আবদুর রাজ্জাক।

ব্যাটিংয়ে নেমে তামিম-মুশফিক-সাকিবের অনবদ্য অর্ধশতকে ৪৮.৩ ওভারে জয় তুলে নেয় ৫ উইকেট হারানো টাইগাররা।

গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আয়োজনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে ভারত। সে ম্যাচে বেশ কিছু বাজে সিদ্ধান্তের কারণে হারতে হয় টাইগারদের। একই বছর বাংলাদেশ সফরে এসে সিরিজ হারে টিম ইন্ডিয়া। এরপরই দুই দেশের ক্রিকেট সম্পর্কের উত্তেজনা আরও বেড়ে যায়। সিরিজ চলাকালীন একটি ম্যাচে টাইগারদের নতুন অস্ত্র মুস্তাফিজকে ধাক্কা দিয়ে ফেলে দেন ধোনি। সেটি নিয়েই কম জল ঘোলা করেনি ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

অনলাইনে ছড়িয়ে যায়, দুই দেশের ক্রিকেট নিয়ে বাজে সব ভিডিও ফুটেজ। ভারতের তৈরি ‘মওকা মওকা’ ভিডিওর দাঁতভাঙা জবাব দিতে থাকেন টাইগারপ্রেমীরা। উত্তেজনা বেড়েই চলে।

তাসকিন আহমেদের হাতে ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনির ‘কাটা মুন্ডু’র ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়। ছবিটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে ছড়িয়ে যায়। বাংলাদেশের ‘গতিদানব’ তাসকিনের হাতে ভারতীয় দলপতির কাটা মুন্ডু, এশিয়া কাপের ফাইনাল ম্যাচ সামনে রেখে এমন চিত্রে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তা দেখে তেতেছিলেন ভারতীয়রা। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেই প্রতিশোধ নিতে উল্টো ছবি পোস্ট করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই স্ট্রাইক বোলার আরাফাত সানি আর তাসকিন আহমেদকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। যেখানে বিশ্বখ্যাত গ্রেট ক্রিকেটারদের মতো ক্রিকেটপ্রেমীরাও মনে করছেন ভারতের ষড়যন্ত্রেই এমনটি হয়েছে।

এমন সব ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। নিশ্চয়ই আজকের ম্যাচটিও খেতাব পেয়েছে হাই-অকটেন হিসেবে। আর এমন ম্যাচে ভারতকে আরেকবার হারিয়ে বিশ্বকাপের মেগা ইভেন্ট থেকে ছিটকে দেওয়াটা হবে টাইগারদের ‘বিশ্বকাপ জয়ের সমান’।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।