ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে মাশরাফি-সাকিবরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে মাশরাফি-সাকিবরা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বেঙ্গালুরু থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’দলের জন্যই এটি ‘মাস্ট উইন ম্যাচ’।

তাসকিন না থাকায় টাইগারদের হয়ে বোলিং শুরু করেন দলপতি মাশরাফি।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (২৩ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় ম্যাচটি।

এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে (২১ মার্চ) জয়ের আশা জাগিয়ে হেরে যায় টাইগাররা। এবার মাশরাফিদের সামনে এশিয়া কাপের ফাইনালে হারের ‘প্রতিশোধ’ নেওয়ার চ্যালেঞ্জ!

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে জয়হীন বাংলাদেশ। এর মধ্যে বিশ্বমঞ্চে দু’বারের দেখাতেও ভারতের বিপক্ষে হেরেছে লাল-সবুজরা।

সুপার টেনে গ্রুপ ‘টু’র পয়েন্ট টেবিলে দুই ম্যাচে এক জয়ে চার নম্বরে টিম ইন্ডিয়া। সমান ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ‘ফেভারিট’ ভারতকে হারিয়েই সেমির দৌড়ে টিকে থাকতে চাইছেন মাশরাফি-সাকিবরা। অন্যদিকে, টানা তিন জয়ে শীর্ষে নিউজিল্যান্ড। এরপরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান, অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।