ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অবশেষে টস জিতলেন মাশরাফি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
অবশেষে টস জিতলেন মাশরাফি! ছবি : শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে: টানা সাত ম্যাচ টস হারের পর অবশেষে ভারতের বিপক্ষে টস জিতলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
 
বুধবার (২৩ মার্চ) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ধোনিদের বিপক্ষে বল করার সিদ্ধান্ত নেন লাল-সবুজের দলনেতা।



মাশরাফি সবশেষ টস জিতেছিলেন গেল ২৮ ফেব্রুয়ারি এশিয়া কাপে যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর টানা ৭টি ম্যাচ মাঠে গড়িয়েছে যেখানে একটিতেও টস জিততে পারেননি মাশরাফি।
 
গেল ২৮ ফেব্রুয়ারি, মিরপুরে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
 
লঙ্কানদের বিপক্ষে সবশেষ টস জয়ের পর ২ মার্চ একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টস হারে বাংলাদেশ। ওই ম্যাচে অবশ্য ৫ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা।
 
এরপর ৬ মার্চ এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে টস হেরে যায় মাশরাফি বাহিনী। এশিয়া কাপের পরে আবার বিশ্বকাপের বাছাই পর্বেও টস হারতে শুরু করেন মাশরাফি।
 
ধর্মশালায় ৯ মার্চ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসে বিপক্ষে টস হারের পর একই ভেন্যুতে ১১ ও ১৩ মার্চ টানা দুই ম্যাচে আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষেও টস হারের ভাগ্য বরণ করে নিতে হয় টাইগারদের। তাতেও অবশ্য দমে থাকেননি অদম্য মাশরাফি বাহিনী। ছিনিয়ে এনেছেন গ্রুপ চ্যাম্পিয়নের তকমা।  
 
বাছাই পর্ব শেষ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ দশে উঠে প্রথম ম্যাচেই ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে টস হারে টিম বাংলাদেশ।

সবশেষ ম্যাচে এই চিন্নস্বামী স্টেডিয়ামেই নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হারেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এইচএল/এমজেএফ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।