ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাশ্মীর ইস্যুতে আফ্রিদির তীব্র সমালোচনায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
কাশ্মীর ইস্যুতে আফ্রিদির তীব্র সমালোচনায় বিসিসিআই ছবি: সংগৃহীত

ঢাকা: নিজজিল্যান্ডের বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই ছিটকে গেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে শহীদ আফ্রিদিরও বিদায় ঘণ্টা বেজে উঠে! এবার নতুন বিতর্কে জড়িয়েছেন পাকিস্তান অধিনায়ক।

ম্যাচ শুরুর আগ মুহূর্তে তিঁনি বলেছিলেন, কাশ্মীর থেকে অনেক মানুষ এসে তাঁর দলকে (পাকিস্তান) সমর্থন দিচ্ছে।

আফ্রিদির এমন মন্তব্যেই বেঁকে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার (২৩ মার্চ) এক বিবৃতিতে ‘বুমবুম’ আফ্রিদির কড়া সমালোচনা করেন বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর। তিঁনি জোর দিয়েই উল্লেখ করেন, ‘এটা (আফ্রিদির মন্তব্য) রাজনৈতিকভাবে ঠিক নয়। একজন খেলোয়াড়ের এ ধরনের কর্মকান্ড থেকে দূরে থাকা  উচিৎ। ’

মোহালির চন্ডিগড়ে অনুষ্ঠিত সুপার টেনের ম্যাচটিতে (২২ মার্চ) টসের সময় গ্যালারির একাংশের দর্শক আফ্রিদির নাম ধরে উল্লাস করেন। ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার রমিজ রাজা আফ্রিদির কাছে জানতে চান, তিঁনি এবং তাঁর দল দর্শকদের সমর্থন পাচ্ছেন কিনা?

আফ্রিদির ভাষ্য ছিল এরকম, ‘হ্যাঁ, অনেক মানুষ, কাশ্মীর থেকেও অনেক মানুষ এখানে এসেছে। আমি কলকাতার মানুষদেরও ধন্যবাদ জানাতে চাই, তাঁরাও আমাদেরকে দারুণ সমর্থন জুগিয়েছেন। ’ রমিজ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘মনে হচ্ছে তুমি (আফ্রিদি) মোহালিতে অনেক সমর্থক পেয়েছ। ’

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।