ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চিন্নাস্বামীতে টাইগারদের জন্য শুভকামনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
চিন্নাস্বামীতে টাইগারদের জন্য শুভকামনা

চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে: শুধু দেশেই নয়, প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়দের সমর্থন জানাতে বেঙ্গালুরু এসে হাজির হয়েছেন টাইগার সমর্থকরা! বাঘ সেজে মাঠে হাজির হয়ে বাংলাদেশর পতাকা উড়িয়ে গ্যালারি থেকে হুঙ্কার দিয়ে বলছেন, বাংলাদেশ! বাংলাদেশ! গো বাংলাদেশ, গো। দেখিয়ে দাও।

হারিয়ে দাও!
 
বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ ও ভারতের মধ্যকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজদের তৃতীয় ম্যাচে চিন্নাস্বমী স্টেডিয়ামের গ্যালারি থেকে এভাবেই প্রিয় দলকে সমর্থন জানাচ্ছিলেন টাইগার সমর্থক মিলন সহ আরও অনেক বাংলাদেশি।
 
গ্যালারির সামনে বাংলাদেশের পতাকাটি উঁচিয়ে চিৎকার করে করে প্রিয় দল ও দেশের জন্য শুভ কামনা জানাচ্ছেন লাল-সবুজের ক্রিকেটানুরাগীরা।

টাইগার সমর্থকের মধ্যে আজ এখানেও আছেন মিলন, টাইগার মিলন নামে পরিচিত। যিনি দেশে ও দেশের বাইরে মাঠে থেকে দলকে সব সময়ই প্রেরণা দিয়ে যান।
 
মিলনসহ আরেক সমর্থক সাজ্জাদ এসেছেন ঢাকার নিকুঞ্জ থেকে। বেঙ্গালুরুতে এসে দারুণ উদ্বেলিত এই সমর্থ্যক জানালেন ‘আজ ভারতকে হারিয়েই আমরা দেশে ফিরবো। আগের দুই ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হারলেও কষ্ট নেই। আজকের ম্যাচ জিতলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। ’
 
আর ঢাকা উত্তরা থেকে আসা জাহিদ রহমান বললেন, ‘আজ টস জেতা গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমরা পেরেছি। এবার ম্যাচ জয়ের পালা। আর সেই দৃশ্য দেখেই আমরা মাঠ থেকে বের হবো। ইশাল্লাহ! বাংলাদেশ জিতবেই। ’
 
বাংলাদেশি সমর্থকদর পাশাপশি আছেন স্বাগতিক ভারতের সমর্থকরাও। স্বাগতিক হওয়ায় তাদের সংখ্যা বেশি হবে এটাই স্বাভাবিক। তারপরেও একটি বিষয় খুবই ভালো লেগেছে যে, গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থান করেই তারা নিজ দলকে সমর্থণ জানিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।