ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বলে বলে বাংলানিউজ, বাংলাদেশ ১৪৫/৯ ভারত ১৪৬/৭

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বলে বলে বাংলানিউজ, বাংলাদেশ ১৪৫/৯ ভারত ১৪৬/৭

বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। ভারতের জয় ১ রানে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মাশরাফি বিন মুর্তজার।

প্রথম ইনিংস: ভারত: ১৪৬ রান ৭ উইকেট ২০ ওভার।

দ্বিতীয় ইনিংস: বাংলাদেশ ১৪৫ রান ৯ উইকেট ২০ ওভার

খেলা শুরু: বাংলাদেশ সময় রাত ৮টা, বুধবার (২৩ মার্চ)
ভেন্যু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, কর্ণাটক।

ব্যাটিংয়ে বাংলাদেশ

আউট: মিথুন ১ রান, তামিম ইকবাল: ৩৫ রান, সাব্বির-২৬ রান, মাশরাফি বিন মুর্তজা-৬, সাকিব আল হাসান-২২, সৌম্য সরকার-২১,
মুশফিকুর রহিম-১১, মাহমুুদুল্লাহ রিয়াদ- ১৮ শুভাগত হোম- ০, মুস্তাফিজ- ০*

ওভার ২০
বোলিং- হারদিক পান্ডে

১৯.৬: আউট/রান আউট
১৯.৫: মাহমুদুল্লাহ আউট
১৯.৪: মুশফিক আউট
১৯.৩: ৪ রান মুশফিকের
১৯.২: ৪ রান মুশফিকের ব্যাটে কাভার ড্রাইভ
১৯.১: ১ রান মাহমুদুল্লাহর ব্যাটে

ওভার ১৯
বোলিং- বুমরাহ

১৮.৬: ১ রান মাহমুদুল্লাহর
১৮.৫: ১ রান মুশফিকের ব্যাটে
১৮.৪: ১ রান মাহমুদুল্লাহর ব্যাটে
১৮.৩: ১ রান মুশফিকের
১৮.২: ১ রান মাহমুদুল্লাহর
১৮.১: ১ রান মুশফিকের

ওভার-১৮
বোলিং- নেহরা

১৭.৬: মাহমুদুল্লাহর ৪ রান
১৭.৫: সৌম্য সরবার আউট কোহলির তালুবন্দি
১৭.৪: মাহমুদুল্লাহর ১ রান
১৭.৩: ১ রান সৌম্যর ব্যাটে
১৭.২: সৌম্যর ৪ রান
১৭.১: ডট বল


ওভার-১৭
বোলিং- বুমরাহ

১৬.৬: ১ রান সৌম্যর ব্যাটে
১৬.৫: ১ রান মাহমুদুল্লাহর
১৬.৪: ২ রান মাহমুদুল্লাহর
১৬.৩: ডট বল
১৬.২: ১ রান সৌম্যর হাতে
১৬.১: ২ রান সৌম্য ব্যাটে

ওভার-১৬
বোলিং- যাদেজা

১৫.৬: ডট বল
১৫.৫: সৌম্যর ১ রান
১৫.৪: মাহমুদুল্লাহর ১ রান
১৫.৩: সৌম্যর ১ রান
১৫.২: ধোনির অযথা আবেদন ডট বল
১৫.১: সৌম্যর হিউজ ছক্কা


ওভার-১৫
বোলিং- নেহরা (৫ রান)

১৪.৬: ডট বল
১৪.৫: ১ রান সৌম্যর ব্যাটে
১৪.৪: ১ রান মাহমুদুল্লাহর ব্যাটে
১৪.৩: ১ রান লেগ বাই
১৪.২: ১ রান মাহমুদুল্লাহর ব্যাটে
১৪.১: ১ রানসৌম্যর ব্যাটে

ওভার-১৪
বোলিং- জাদেজা

১৩.৬: ডট বল
১৩.৫: ডট বল
১৩.৪: ১ রান মাহমুদুল্লাহ
১৩.৩: ডট বল
১৩.২: ১ রান সৌম্য
১৩.১: ডট বল

ওভার-১৩
বোলিং- অশ্বিন

১২.৬: ১ রান সৌম্যর
১২.৫: ডট বল
১২.৪: ডট বল
১২.৩: ডট বল
১২.২: ডট বল
১২.১: সাকিব আল হাসান স্লিপে ক্যাচ ‍তুলে দিয়ে আউট

ওভার-১২
বোলিং- যাদেজা (৮ রান ১ উইকেট)

১১.৬: ডট বল
১১.৫: সাকিবের ১ রান
১১.৪: সাকিবের উচিয়ে মার ছক্কা গ্যালারিতে বল
১১.৩: রিয়াদের ১ রান
১১.২: ডট বল
১১.১: মাশরাফি বোল্ড আউট

ওভার- ১১
বোলিং- হারদিক পান্ডে

১০.৬: ডট বল
১০.৫: সাকিবের হিউজ ছক্কা
১০.৪: ১ রান লেগ বাই
১০.৩: সাকিবের ১ রান (ক্যাচ মিস অশ্বিনের)
১০.২: ডট বল
১০.১: সাকিবের ২ রান

ওভার-১০
বোলিং-সুরেশ রায়না

৯.৬: ডট বল
৯.৫: মাশরাফির ছক্কা
৯.৪: সাবিকের ১ রান
৯.৩: লেগ বাই ১ রান
৯.৩: ওয়াইড বল (স্ট্যাম্পিংয়ের আবেদন আউট সাব্বির)
৯.২: সকিবের ১ রান
৯.১: ডট বল

ওভার-৯
বোলিং- হারদিক পান্ডে

৮.৬: ডট বল
৮.৫: সাব্বিরের ব্যাক টু ব্যাক বাউন্ডারি ৪ রান
৮.৪: ঘুরিয়ে চারের মার সাব্বিরের ব্যাটে
৮.৩: সাকিবের ১ রান
৮.২: ডট বল
৮.১: সাকিবের ২ রান

ওভার-৮
বোলিং- যাদেজা (১ উইকেট ৩ রান)

৭.৬: ডট বল
৭.৫: ১ রান সাকিবের প্রথম হিটে
৭.৪: তামিম স্ট্যাম্পিংয়ের শিকার হলেন
৭.৩: সাব্বিরের ১ রান
৭.২: ১ রান তামিমের
৭.১: ডট বল

ওভার ৭
বোলিং- অশ্বিন

৬.৬: তামিমের ১ রান
৬.৫: সাব্বিরের ১ রান
৬.৪: সাব্বিরের ব্যাটে ৪ রান
৬.৩: ডট বল
৬.২: তামিমের ১ রান
৬.১: আস্তে ঠুকে দিয়ে সাব্বিরের ১ রান

ওভার- ৬
বোলিং-বুমরাহ

৫.৬: তামিমের ব্যাক টু ব্যাক ৪ এর মার
৫.৫: তামিমের আরও একটি বাউন্ডারি মার ৪ রান
৫.৪: ডট বল
৫.৩: তামিমের আরও একটি ৪ এর মার
৫.২: ডট বল
৫.১: তামিমের ৪ রান

ওভার-৫
বোলিং- অশ্বিন (৮ রান)

৪.৬: সাব্বিরের হি উজ ছক্কা
৪.৫: ডট
৪.৪: তামিমের উচিয়ে মার ১ রান (ক্যাচ মিস বুমরাহর)
৪.৩: সাব্বিরের ব্যাটে ১ রান
৪.২: তামিমের ১ রান
৪.১: ডট বল

ওভার-৪
বোলিং- নেহরা (৮ রান)

৩.৬: তামিমের ১ রান
৩.৫: সাব্বিরের ১ রান
৩.৪: ১ রান তামিমের ব্যাটে
৩.৩: ২ রান তামিমের ব্যাটে
৩.২: ডট বল
৩.১: সাব্বিরের ৩ রান

ওভার-৩
বোলিং- অশ্বিন (১ উইকেট ২ রান)

২.৬: ডট বল
২.৫: ডট বল
২.৪: ডট বল
২.৩: ১ রান সাব্বিরের ব্যাটে
২.২: মিথুন উচিয়ে মার বাউন্ডারি লাইনে তালুবন্দি পান্ডের হাতে
২.১: তামিমের ১ রান

ওভার-২
বোলিং- বুমরাহ (৩ রান)

১.৬: ১ রান তামিমের ব্যাটে
১.৫: ১ রান মিথুনের ব্যাটে
১.৪: ডট বল
১.৩: ১ রান তামিমের ব্যাটে
১.২: ডট বল
১.১: ডট বল

ওভার- ১
বোলিং-নেহরা (৭ রান)

০.৬: ১ রান তামিমের ব্যাটে
০.৫: ডট বল
০.৪: ২ রান তামিমের ব্যাটে
০.৩: ডট বল
০.২: ডট বল
০.১: প্রথম বলে ই তামিমের ৪ রান (রান নিতে গিয়ে নেহরার গায়ে ধাক্কা, সামান্য আহত তামিম)


প্রথম ইনিংস: ভারত: ১৪৬ রান ৭ উইকেট ২০ ওভার। বাংলাদেশের টার্গেট ১৪৭ রান।

আউট: রোহিত শর্মা-১৮ শেখর ধাওয়ান-২৩, কোহলি-২৪, রায়না-৩০. পান্ডে-১৫, যুবরাজ-৩, যাদেজা-১২, অশ্বিন- ৫, ধোনি-১৩

ওভার-২০
বোলিং- মুস্তাফিজ (১ উইকেট ৯ রান)

১৯.৬: ২ রান ধোনির ব্যাটে
১৯.৫: ডট বল
১৯.৪: ধোনির ২ রান দ্রুত দৌড়ে
১৯.৩: ১ রান অশ্বিনের ব্যাটে
১৯.২: ৪ রান অশ্বিনের ব্যাটে
১৯.১: হোয়াট আ উইকেট! যাদেজা বোল্ড আউট

ওভার- ১৯
বোলিং- আল-আমিন (১৪ রান)

১৮.৬: ১ রান যাদেজার ব্যাটে
১৮.৫: ব্যাক টু ব্যাক ৪ এর মার যাদেজার ব্যাটে
১৮.৪: যাদেজার ৪ রান
১৮.৩: ১ রান লেগ বাই
১৮.২: ধোনির হিট ৪ রান
১৮.১: ডট বল

ওভার-১৮
বোলিং-মুস্তাফিজ (৪ রান)

১৭.৬: ডট বল
১৭.৫: ধোনির ১ রান (১০০০ রান পূর্ণ)
১৭.৪: ১ রান যাদেজার ব্যাটে
১৭.৩: ডট বল
১৭.২: যাদেজা ২ রান তুলে নিলেন দ্রুত দৌড়ে
১৭.১: ধোনি ১ রানেই তুষ্ট থাকলেন

ওভার-১৭
বোলিং- মাহমুদুল্লাহ (১ উইকেট ৪ রান)

১৬.৬: ১ রান ধোনির ব্যাটে
১৬.৫: যুবরাজ আউট আলআমিনের হাতে বন্দি
১৬.৪: ধোনির ১ রান
১৬.৩: ডট বল
১৬.২: ১ রান যুবরাজের ঝোলায়
১৬.১: ১ রান ধোনির ব্যাটে

ওভার- ১৬
বোলিং- আল-আমিন (২ উইকেট ২ রান)

১৫.৬: ডট বল
১৫.৫: ডট বল
১৫.৪: ডট বল
১৫.৩: মাশরাফির মিস ফিল্ডিং- ২ রান যুবরাজের
১৫.২: পাণ্ডে আউট সৌম্যর হাতে তালু বন্দি
১৫.১: রায়না আউট হলেন ক্যাচ সাব্বিরের হাতে

ওভার-১৫
বোলিং- সাকিব (১১ রান)

১৪.৬: পাণ্ডের ব্যাক টু ব্যাক বাউন্ডারি ৪ রান
১৪.৫: পান্ডের বাউন্ডারি মার ৪ রান
১৪.৪: ডট বল
১৪.৩: ১ রান রায়নার ব্যাটে
১৪.২: ১ রান পান্ডের ব্যাটে
১৪.১: ১ রান রায়নার ব্যাটে

ওভার-১৪
বোলিং- শুভাগত (১ উইকেট ১৭ রান)

১৩.৬: হারদিক পাণ্ডের ছক্কা
১৩.৫: ডট বল
১৩.৪: কোহলি বোল্ড আউট
১৩.৩: বড় ছক্কার মার কোহলির ব্যাটে
১৩.২: ১ রান রায়নার ব্যাটে
১৩.১: স্ট্রেইট মারে ৪ রান রায়নার

ওভার- ১৩
বোলিং- সাকিব (৫ রান)

১২.৬: ১ রান রায়নার ব্যাটে
১২.৫: কোহলির ১ রান
১২.৪: ডট বল
১২.৩: রায়নার ১ রান
১২.২: ১ রান কোহলির ব্যাটে
১২.১: রায়না ১ রান নিলেন

ওভার- ১২
বোলিং- মাশরাফি (৬ রান)

১১.৬: ১ রান রায়নার ব্যাটে
১১.৫: ১ রান কোহলির ব্যাটে
১১.৪: ১ রান নিলেন রায়না
১১.৩: ১ রান কোহলির
১১.২: ২ রান কোহলির ব্যাটে
১১.১: ডট বল

ওভার-১১
বোলিং- আল-আমিন (১৪ রান)

১০.৬: রায়না ১ রান
১০.৫: ব্যাক টু ব্যাক ছক্কা রায়নার
১০.৪: ছক্কা রায়নার ব্যাটে
১০.৩: ডট বল
১০.২: কট অ্যান্ড বোল্ডের সম্ভাবনা ১ রান কোহলির
১০.১: রায়নার ব্যাটে ১ রান

ওভার-১০
বোলিং- মাশরাফি (৭ রান)

৯.৬: ১ রান রায়নার
৯.৫: ১ রান কোহলির ঝোলায়
৯.৪: ২ রান কোহলির ব্যাট থেকে
৯.৩: ১ রান রায়নার ব্যাটে
৯.২: ১ রান কোহলির ব্যাটে
৯.১: ১ রান রায়নার ব্যাটে

ওভার-৯
বোলিং- শুভাগত হোম (৩ রান)

৮.৬: ডট বল (কোহলি ব্যাটে)
৮.৫: ডট বল
৮.৪: ডট বল
৮.৩: ২ রান কোহলির ব্যাটে (মিস ফিণ্ডিং)
৮.২: ডট বল
৮.১: রায়নার ১ রান

ওভার-৮
বোলিং- মাশরাফি (৪ রান)

৭.৬: ১ রান রায়নার ব্যাটে
৭.৫: ডট বল (সুরেশ রায়না)
৭.৪: ডট বল
৭.৩: ডট বল
৭.২: ১ রান কোহলির ব্যাটে
৭.১: ২ রান কোহলির

ওভার-৭
বোলিং- সাকিব  (১ উইকেট ৩ রান)

৬.৬: ডট বল
৬.৫: ধাওয়ান এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে
৬.৪: কোহলির ১ রান
৬.৩: ধাওয়ানের ১ রান
৬.২: ১ রান কোহলির ব্যাটে
৬.১: ডট বল

ওভার- ৬
বোলিং- মুস্তাফিজ (১ উইকেট ১৪ রান)

৫.৬: সাব্বিরের হাতে ক্যাচ আউট রোহিত শর্মা
৫.৫: ১ রান লেগ বাই থেকে
৫.৪: ধাওয়ানের ছক্কার মার গ্যালারিতে
৫.৩: রোহিতের ১ রান
৫.২: বড় ছক্কা রোহিতের ব্যাটে
৫.১: ১ রান ধাওয়ানের ব্যাটে

ওভার-৫
বোলিং- সাকিব- ৪

৪.৬: ধাওয়ানের ১ রান
৪.৫: রোহিতের ১ রান
৪.৪: কট অ্যান্ড বোল্ডের সম্ভাবনা ডট বল
৪.৩: ১ রান ধাওয়ানের ব্যাটে
৪.২: ১ রান রোহিতের ব্যাটে
৪.১: ডট বল (রানআউটের সুযোগ ছিলো, তবে না)

ওভার-৪
বোলিং- মুস্তাফিজ (৬রান)

৩.৬: দ্রুত ব্যাটিংয়ে ৪ এর মার ধাওয়ানের
৩.৫: ডট বল (এলবির আবেদন, আম্পায়ারের নাকচ)
৩.৪: ১ রান রোহিতের ব্যাটে
৩.৩: ১ রান ধাওয়ানের ব্যাটে
৩.২: ডট বল সামান্য বাউন্স একই ধাঁচের বল
৩.১: ধাওয়ানের ব্যাটে ডট বল, দারুণ লেগ কাটার

ওভার-৩
বোলিং- আল-আমিন (৮ রান)

২.৬: ডট বল
২.৫: ধাওয়ানের ব্যাটে ১ রান
২.৪: রোহিতের ব্যাটে ১ রান
২.৩: ধাওয়ানের ১ রান
২.২: ডট বল রোহিতের ব্যাটে
২.১: প্রথম বলেই ৪ রান রোহিতের ব্যাটে

ওভার-২
বোলিং- শুভাগত হোম (৪ রান)

১.৬: ডট বল
১.৫: ডট বল
১.৪: প্রথম বাউন্ডারি ধাওয়ানের ব্যাটে ৪ রা
১.৩: ডট বল
১.২: ডট বল
১.১: ডট বল

ওভার- ১
বোলিং: মাশরাফি (৫ রান)
 
০.৬: ডট বল
০.৫: ১ রান ধাওয়ানের ঝোলায়
০.৪: ১ রান রোহিত শর্মার ব্যাটে
০.৩: ডট বল
০.৩: ওয়াইড
০.২: ধাওয়ানের ব্যাটে ১ রান। বাউন্ডারি লাইলে ফিল্ডিং
০.১: ১ রান রোহিত শর্মার ব্যাটে


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা ও জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।