ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিমিষেই নিথর চিন্নাস্বামী!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
নিমিষেই নিথর চিন্নাস্বামী!

চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে: বাংলাদশের ব্যাটিং ইনিংসের একবারে প্রথম বলেই ভারতের স্ট্রাইক বোলার আশিষ নেহরার বলটি ফাইনলেগ অঞ্চল দিয়ে সীমানার একেবারে দ্বারপ্রান্তে পাঠালেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

বলটি ঠেকাতে গিয়েছিলেন ফাইনলেগে ফিল্ডিং করা ভারতের বোলার জাসপ্রিত বুমরাহ।

কিন্তু তার আঙ্গুলের ছোঁয়ায় দুর্দান্ত গতির বলটি আর মাঠের মধ্যে থাকলো না চলে গেল সীমানায় আর বাংলাদেশও পেল একেবারে প্রথম বলেই চার রান।

তামিম ছিলেন স্ট্রাইকে এন্ডে। সেখান থেকে দৌঁড়ে নন স্ট্রাইক অ্যান্ডে যাবার সময় আশিষ নেহরার গায়ে ধাক্কা লেগে একেবারে মাটিতে গড়িয়ে পড়েন তামিম। আর তার মাটিতে গড়িয়ে পড়ার পরই পুরো চিন্নাস্বামীতে নেমে আসে নিথর নিস্তব্ধতা।

মাটিতে শুয়ে তামিম যখন ব্যাথায় মাটিতে গড়াগড়ির খাচ্ছিলেন তখন ভারতের প্লেয়াররা একেবারে নিশ্চুপ হয়ে এক অপরের দিকে তাকিয়ে ছিলেন।

শুধু খেলোয়াড়েই নন, পুরো চিন্নাস্বামীর গ্যালারি ভর্তি দর্শকেরাও যেন ২-৩ মিনিটের জন্য নিশ্চুপ হয়ে ব্যাথায় কাতর তামিমের শুয়ে থাকার দৃশ্য দেখছিলেন।
তবে, খুব বেশিক্ষণ তাকে এভাবে শুয়ে থাকতে হয়নি। ফিজিও এলে আবার উঠে দাঁড়িয়ে ব্যাট হাতে ভারতকে মোকাবেলা করতে থাকেন তামিম। জাদেজার বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৩২ বল মোকাবেলা করে ৩৫ রান নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৬
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।