ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সারের জার্সিতে এক হাজারি রানের ক্লাবে সাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
সারের জার্সিতে এক হাজারি রানের ক্লাবে সাঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: দ্য ওভালে মৌসুমের প্রথম দিনে কুমার সাঙ্গাকারার আরেকটি ব্যাটিং প্রদর্শনী উপভোগ করলো ক্রিকেট বিশ্ব। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ঘরের মাঠে দুর্দান্ত শুরু পেল সারে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ ও সব ধরনের প্রথম শ্রেণির ক্রিকেট ৫৬তম সেঞ্চুরি পূরণ করেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস।

প্রথম দিন শেষে সমারসেটের বিপক্ষে সারের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৯৪ রান। ব্যাট হাতে ১৭৬ বলে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন সাঙ্গাকারা। তার ইনিংসে ছিল ২৪টি চার ও চারটি ছক্কার মার। দুই ইংলিশ ব্যাটসম্যান ররি বার্নস ৮০ ও জেসন রয় ৮৫ রানে অপরাজিত থাকেন।

লন্ডনের কেনিংটন ওভালে চারদিনের ম্যাচটির প্রথম দিনে ৯৪ বল মোকাবেলায় তিন অঙ্কে পা রাখেন সাঙ্গাকারা। শুধু তাই নয়, সারের হয়ে ২২তম ইনিংসে এক হাজারি রানের অভিজাত ক্লাবে প্রবেশ করেন ৩৮ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

ব্যক্তিগত ৩৪ রানেই সাজঘরে ফিরতে পারতেন সাঙ্গাকারা। ইংলিশ মিডিয়াম পেসার পিটার ট্রেগোর ক্যাচ মিসেই ওই যাত্রায় বেঁচে যান। ক্যাচ মিসেরই মাশুল গুনতে হয় সমারসেটটে। পরে ইনিংসের ৬৯তম ওভারে পেসার টিম গ্রোয়েনওয়াল্ডের বলে ট্রেগোর হাতেই ধরা পড়েন সাঙ্গা।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই নটিংহ্যামশায়ারের বিপক্ষে তিন উইকেটে হার মানে সারে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে সাঙ্গাকারার ব্যাটে ভর করে তাদের শুরুটা হলো প্রত্যাশা অনুযায়ীই।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।