ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় মমিনুলের শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ৯, ২০১৬
ফতুল্লায় মমিনুলের শতক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের ‘ব্রাডম্যান’ খ্যাত মমিনুল হক। টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শতক হাঁকিয়েছেন মমিনুল।

 

সোমবার (০৯ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে মমিনুলের শতক আর ওপেনার আবদুল মজিদের ৯৪ রানের উপর ভর করে ভিক্টোরিয়া ৫০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে।

তিন নম্বরে ব্যাট হাতে নামা মমিনুল ৯৭ বল মোকাবেলা করে ১২টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। ৩৭তম ওভারে আল আমিন হোসেনের বলে সাঞ্জামুলের হাতে ধরা পড়ার আগে মমিনুল হক খেলেছেন ১০৪ বলে ১০৪ রানের ইনিংস।

সাত ম্যাচ পর মমিনুল শতকের দেখা পেলেন। তবে টাইগার এই ব্যাটসম্যান ছিলেন রানের মধ্যেই। গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে সাউথ জোনের বিপক্ষে সবশেষ শতক (১১২) হাঁকিয়েছিলেন তিনি।

পরের ইনিংস গুলো ছিল ৮৯, ৯৪ ও ২৩, ৭৮, ১৩, ৬৭, ৩৫ এবং ২০ রানের।

জাতীয় দলের হয়ে ১৭ টেস্টে মমিনুল ৪টি শতক আর ৯টি অর্ধশতকে ৫৬ গড়ে করেছেন ১৪৫৬ রান। আর ২৬ ওয়ানডেতে তার রান ৫৪৩।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।