ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রাদার্সের দ্বিতীয় জয়ে সাব্বিরদের দ্বিতীয় হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ৯, ২০১৬
ব্রাদার্সের দ্বিতীয় জয়ে সাব্বিরদের দ্বিতীয় হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৭ রানে হারিয়েছে ব্রাদার্স।

 

সোমবার (০৯ মে) বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে আগে ব্যাট করে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৪৯ রান। জবাবে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২.৫ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯৩ রান করে ব্রাদার্স। এরপর বৃষ্টি না থামলে ডাকওয়ার্থ লুইস মেথডে ৭ রানের জয় পায় তারা।

আগে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের ওপেনার মেহেদি মারুফ ৩৬ আর সানাজ আহমেদ ৪২ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। উদ্বোধনী জুটি থেকে তারা ৫৯ রান তোলেন। তিন নম্বরে ব্যাট হাতে নামা সাব্বির রহমান মাত্র ১ রান করেই বিদায় নেন।

চার নম্বরে নেমে প্রাইম ব্যাংকের বিদেশি কোটায় খেলতে আসা শিহান জয়সুরিয়া ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন। তার ৭১ বলের ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কার মার। দলপতি শুভাগত হোম ৫ রান করে বিদায় নেন। নুরুল হাসান সোহান করেন ৩৪ রান।

এছাড়া তাইবুর রহমান ১৫, রাইহান উদ্দিন ২৬ আর রুবেল হোসেন অপরাজিত ১৪ রান করেন।

ব্রাদার্সের হয়ে ৭ ওভারে ২৫ রান খরচায় তিনটি উইকেট দখল করেন নুর আলম। এছাড়া দলপতি তুষার ইমরান ও সাদিকুর রহমান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান নাবিল সামাদ, আসিফ হাসান ও সঞ্জিত সাহা।

২৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইমরুল কায়েস ২০ রান করে বিদায় নেন। আরেক ওপেনার শাহরিয়ার নাফিস খেলেন অপরাজিত ৮৪ রানের ইনিংস। তার ১২৬ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৮টি চার আর একটি ছক্কা।

তিন নম্বরে নামা দলপতি তুষার ইমরান ৫৬ বলে ৬টি বাউন্ডারিতে করেন ৪১ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৪৫ বলে একটি চার আর তিনটি ছক্কায় ৩৫ রান করেন। শেন উইলিয়ামস ১ রান করে অপরাজিত থাকেন।

৪২.৫ ওভারে ব্রাদার্সের রান যখন তিন উইকেট হারিয়ে ১৯৩ তখন বৃষ্টি নামে। এরপর মাঠে বল না গড়ালে ডিএল মেথডে ৭ রানের জয় পায় ব্রাদার্স।

ম্যাচ সেরার পুরস্কার উঠে ব্রাদার্সের দলপতি তুষার ইমরানের হাতে।

পঞ্চম রাউন্ড শেষে প্রাইম ব্যাংক তিনটি জয় আর দুটিতে পরাজয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে। অপরদিকে, এ ম্যাচে জয় পাওয়া ব্রাদার্স ৫ রাউন্ড শেষে দুটি জয় আর তিনটি পরাজয়ে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।