ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি-ওয়াটসনদের সর্বনিম্ন রানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
কোহলি-ওয়াটসনদের সর্বনিম্ন রানের জয়

ঢাকা: আইপিএলের ৩৯তম ম্যাচটি চরম উত্তেজনায় শেষ হয়েছে। বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র ১ রানের ব্যবধানে জিতেছে কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে।

 

মোহালিতে আগে ব্যাট করে বেঙ্গালুরু ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে, ৪ উিইকেট হারানো পাঞ্জাবের ইনিংস থেমে যায় ১৭৪ রানের মাথায়।

 

বেঙ্গালুরুর হয়ে ওপেনার কোহলি ২০ রান করে বিদায় নেন। আরেক ওপেনার লোকেশ রাহুল ২৫ বলে ৪২ রান করেন। তিন নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন ডি ভিলিয়ার্স। ৩৫ বলে প্রোটিয়া এই তারকা ৫টি চার আর দুটি ছক্কা হাঁকান।

 

এছাড়া শেন ওয়াটসন ১, শচীন বেবি ২৯ বলে ৩৩ রান করে বিদায় নেন। ১১ রান করেন ট্রাভিস হেড।

 

১৭৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ওপেনার হাশিম আমলা ২১ রান করে বিদায় নেন। দলপতি মুরালি বিজয় ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন। তার ৫৭ বলের ঝড়ো ইনিংসে ছিল ১২টি চার আর একটি ছক্কা। রিদ্ধিমান সাহা ১৬, ডেভিড মিলার ০, স্টোইনিস ৩৪ আর বেহারদিয়েন ৯ রান করেন।

 

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারানো পাঞ্জাবের ইনিংস থামে ১৭৪ রানে।

 

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ১০ মে ২০১৬

এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।