ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের লক্ষ্য ১৮৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মে ১২, ২০১৬
মোহামেডানের লক্ষ্য ১৮৪ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ব্যাট হাতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে ব্যর্থ হয়েছে আবাহনী। ওপেনারদের ব্যাটিং ব্যর্থতায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের হেভিওয়েট ম্যাচে মুশফিকুর রহিমদের বোলিং তোপে ১৮৩ রানে গুটিয়ে গেল তামিম ইকবালদের ইনিংস।

বৃহস্পতিবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেশের ঐতিহ্যবাহী দুই দলের লড়াইয়ে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে আবাহনী।

মোহামেডানের পেস আক্রমনে দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, লিটন দাস ও অভিষেক মিত্রকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় আবাহনী।

তামিম ইকবাল ফিরেছেন ব্যক্তিগত ৪ রানে শুভাশীষের বলে সৈকতের হাতে ক্যাচ দিয়ে। লিটন দাস ৩ রান করে বিদায় নেন। তার উইকেটটি পেয়েছেন হাবিবুর রহমান। আর অভিষেক মিত্র ব্যক্তিগত ৭ রানে ফিরেছেন ওই হাবিবুরের বলেই।

তবে আবাহনীর হয়ে এদিন ব্যাট হাতে হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও ভারতের মানভেন্দর বিসলা। চতুর্থ উইকেটে তাদের ৪৭ রানের জুটিতে ব্যাটিং বিপর্যয় কাটায় কোচ খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
৬৬ বলে ৪২ রানের এক কার্যকর ইনিংস খেলে এনামুল হক জুনিয়রের বলে ক্যাচ আউট হয়েছেন শান্ত। আর ৩৩ বলে ২৩ রানের সংগ্রহ নিয়ে নাইমের শিকার হয়েছেন বিসলা।

এই জুটির পর রীতিমত ভেলকি দেখিয়েছেন দলটির দুই টেলেএন্ডার আবুল হাসান রাজু ও তাসকিন আহমেদ। অষ্টম উইকেটে তদের ৫১ রানের জুটিতে ভর করে সবকটি উইকেটের হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ পায় আবাহনী।

আবুল হাসান রাজু নাইমের বলে হাবিবুরের হাতে ক্যাচ দিয়ে ২৮ রানে ইনিংসের সমাপ্তি টানলেও শেষ পর্যন্ত ৩৮ রানে অপরাজিত ছিলেন তাসকিন। দলের হয়ে ২৭ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন।

মোহামেডান বোলারদের মধ্যে শুভাশিষ রায় ৩টি, হাবিবুর রহমান ও নাইম ইসলাম জুনিয়র ২টি করে আর এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও নাইম ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১২ মে ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।