ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মঈনের সেঞ্চুরির দিনে ব্যাকফুটে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
মঈনের সেঞ্চুরির দিনে ব্যাকফুটে লঙ্কানরা ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যাচের দ্বিতীয় দিন শেষেই বলে দেওয়া যাচ্ছে খেলার মোড় কাদের দিকে ঘুরছে। মঈন আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ড ৯ উইকেটে ৪৯৮ করে প্রথম ইনিংস ঘোষণা করে।

আর দিনের বাকি সময় ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করতে পারে শ্রীলঙ্কা। এখনও তারা ৪০৭ রানে পিছিয়ে রয়েছে।

 

চেস্টার-লি-স্ট্রিটে লঙ্কান ইনিংসে ইংলিশ বোলারদের দাপটে কেউই দাঁড়াতে পারেনি। এদিন যেন আসা-যাওয়ার মিছিলে যোগ দেয় সবাই। সর্বোচ্চ ৩৫ রান করেন কুশাল পেরেরা। লাহিরু থিরিমান্নে ১২ ও সুরাঙ্গা লাকমাল শূন্য রানে অপরাজিত আছেন।

ইংলিশ বোলারদের মধ্যে ৭ ওভারে ৯ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন ক্রিস ওকস। সমান তিনটি উইকেট পান স্টুয়ার্ট ব্রড। আর বাকি দুইটি উইকেট যায় অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের থলিতে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন ৩১০ রানে ৬ উইকেট হারানো স্বাগতিকরা আবারও ব্যাটিংয়ে নেমে ১৮৮ রান যোগ করে। প্রথম দিন ২৮ রানে ব্যাটিংয়ে শেষ করা মঈন শেষ পর্যন্ত ১৫৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ছিলো ১৭টি চার ও দুইটি ছক্কায় সাজানো। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মঈন ও ওকস সপ্তম উইকেট জুটিতে ৯২ রান যোগ করেন। ওকসের ব্যাট থেকে আসে ৩৯ রান।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান নুয়ান প্রদিপ। দুটি করে উইকেট পান লাকমাল ও মিলিন্দা সিরিওর্ধনে। আর একটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন রঙ্গনা হেরাথ।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।