ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রশাসনিক কাঠামো জোরদার করছে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
প্রশাসনিক কাঠামো জোরদার করছে পিসিবি ইকবাল কাশিম (মাঝে)/ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট অপারেশন্স বিভাগ পুনঃপ্রতিষ্ঠার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিচালক পদের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন আমের সোহেল, হারুন রশিদ ও ইকবাল কাশিম।

গত বছর ব্যয় কমানোর লক্ষ্যে এ দু’টি পদ বিলুপ্ত করে পিসিবি। কিন্তু বোর্ডের বর্তমান অনুভূতি, এমন সিদ্ধান্তের জেরে দু’টি ডিপার্টমেন্টই ভুগেছে। তাই পুনরায় পরিচালক নিয়োগের পথে হাঁটছে তারা। তবে এবার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট পরিচালনায় একজন পরিচালকই থাকবেন।

এর আগে সাবেক টেস্ট অধিনায়ক ইন্তিখাব আলম ঘরোয়া ক্রিকেট ও সাবেক পেসার জাকির খান আন্তর্জাতিক ক্রিকেট অপারেসন্স’র পরিচালকের দায়িত্বে পালন করেন। কিন্তু বাজেটে ব্যয় কমানোর জন্য ২০১৫ সালের সেপ্টেম্বরে কর্মচারীর সংখ্যা ৬০০ জন থেকে ৫৩০-এ নামিয়ে আনে পিসিবি।

এ কারণেই মূলত ইন্তিখাব ও জাকির দু’জনকেই অব্যাহতি দেওয়া হয়। জানা যায়, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট অপরারেশন্স বিভাগের পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে ৬২ বছর বয়সী ইকবাল কাশিম। ধারণা করা হচ্ছে, আগামী মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে পিসিবি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।