ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

পিসিবি প্রধান শাহরিয়ারের সরে যাওয়ার ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
পিসিবি প্রধান শাহরিয়ারের সরে যাওয়ার ইঙ্গিত শাহরিয়ার খান-ছবি:সংগৃহীত

ঢাকা: বাজে অবস্থার মধ্যে চলছে পাকিস্তান ক্রিকেট। এরই ধারাবাহিকতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন শাহরিয়ার খান।

আগামী ২০ আগস্ট পিসিবি প্রধান হিসেবে দুই বছর মেয়াদ শেষ হচ্ছে শাহরিয়ারের।

 

এ প্রসঙ্গে শাহরিয়ার বলেন, ‘আমি পিসিবি প্রধানের পদ থেকে সরে যাব কি যাব না এ ব্যাপারে এখনও পাকাপাকি কোন সিদ্ধান্ত নেইনি। তবে ‍আগামী ২০ আগস্ট আমার দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে। ভবিষ্যতই বলে দিবে কি হবে। ’

এদিকে পাকিস্তান ক্রিকেট সংস্কৃতির ওপর হতাশ দেশটির সাবেক এ কুটনৈতিক বলেন, ‘এটা হতাশার ব্যাপার, যে পাকিস্তান ক্রিকেট ভালো সময়ের মধ্যে নেই। যেটির দায় নিতে হয় বোর্ড কর্মকর্তাদের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ভালো করতে পারেনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলও সফল হতে পারেনি। তবে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের জন্য বোর্ড অবশ্যই দায়বদ্ধ। ’

শাহরিয়ার আরও জানান, মানুষকে বুঝতে হবে বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদের সুবিধা দিচ্ছে। এছাড়া ক্রিকেটের উন্নতির জন্য ও খেলোয়ারদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।