ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল মাতিয়ে রাতে ফিরছেন মুস্তাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আইপিএল মাতিয়ে রাতে ফিরছেন মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান-ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএল জয় করে দেশে ফিরছেন টাইগার কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। সোমবার (৩০ মে) রাত সাড়ে ৯’টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এই ভারতবর্ষ জয়ী বাংলাদেশি বীর।

বিসিবির একটি সূত্র এটি নিশ্চিত করেছে।

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজ। গতকাল ফাইনালে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে নবম আসরের শিরোপা জেতে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এটাই ছিল মুস্তাফিজের প্রথম আসর । অথচ কী অদ্ভুত ছিল তার বোলিং কারিশমা! নিজের প্রথম আসরেই আপন বোলিং নৈপুণ্যে জয় করে নিয়েছেন আইপিএল আর নিজ দল সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
 
নিউজ হয়েছেন একের পর এক। তাকে নিয়ে দিনের পর দিন লিখতে হয়েছে বিশ্বের গণমাধ্যম গুলোকে। প্রিন্ট, অনলাইন কিংবা ইলেক্ট্রনিক প্রতিটি মাধ্যমেই পুরো আইপিএল জুড়ে মুস্তাফিজই ছিলেন সংবাদের কেন্দ্র বিন্দুতে।

প্রিন্ট মিডিয়াগুলো তার জন্য বরাদ্দ রেখেছিল পাতার পর পাতা আর অনলাইন গুলোর ওয়েবেও তার জন্য ছেড়ে দিতে হয়েছে বিস্তর জায়গা। অন্যদিকে ইলেক্ট্রনিক মিডিয়াগুলো মুস্তাফিজের জন্য বরাদ্দ দিতে বাধ্য হয়েছেন বাড়তি অনএয়ার সময়।      

কেনই বা এদেশ কিংবা বিদেশের গণমাধ্যমগুলো এমন করবে না? এবারের আসরে  হাতে গোনা যে কয়েকজন বিদেশি ক্রিকেটার দ্যূতি ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম মুস্তাফিজ। আইপিএলের প্রথম আসেরেই প্রতিপেক্ষের জন্য ত্রাস এই টাইগার বোলার আসরের ১৬টি ম্যাচে থলিতে পুড়েছেন ১৭টি উইকেট। জায়গা করে নিয়েছেন আইপিএলের সেরা পাঁচ বোলাররের তালিকায়।
 
একথা ঠিক যে ভুবনেশ্বর কুমার ১৭ ম্যাচে ২৩ উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন, আর মুস্তাফিজ ছিলেন পাঁচে কিন্তু উল্লেখ করার মত বিষয় যেটা সেটা হলো রান রেট।

ভারত পেসার ভুবনেশ্বর যেখানে গড়ে ওভার প্রতি রান দিয়েছেন ৭.৪২ সেখানে মুস্তাফিজ ছিলেন অনেক হিসেবি। তার ওভার প্রতি গড় রান ছিল তারই ওপরে থাকা সেরা আরও তিনি বোলার শেন ওয়াটসন, জভেন্দ্র চাহাল ও ধাওয়াল কুলকার্ণির চাইতেও কম( ৬.৯০)।

আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা টাইগার এই পেসারকে ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন করা হয়েছে সেরা উদীয়মান খেলোয়াড়। ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি করা হয়। ভারতের বিভিন্ন শহরে ৫৫ দিন কাটানোর পর অনেক প্রাপ্তি নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান।


বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এইচএল/এমএমএস/এসকে

**সেরা উদীয়মান পুরস্কার মুস্তাফিজের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।