ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় মাশরাফির তাণ্ডব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ফতুল্লায় মাশরাফির তাণ্ডব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: মাশরাফি বিন মর্তুজার প্রিয় ভেন্যুই হয়তো ফতুল্লা। তা না হলে এখানেই কেন সব কীর্তি গড়বেন! প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ৫০ বলে রেকর্ড সেঞ্চুরির পর এবার লিগের নবম রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে বল হাতে ৬ উইকেট তুলে ফতুল্লায় আরেক কীর্তি দেখালেন ‘নড়াইল এক্সপ্রেস’।

 

৬ উইকেট তুলে দেশি বোলারদের মধ্যে এবারের লিগে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফি। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এ পেসার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ ওভারে ৪২ রান দিয়ে ৬ ব্যাটসম্যানকে ফেরান কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক। মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ৪৯ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় রুপগঞ্জ।

ইনিংসের ২১তম ওভারে বোলিংয়ে আসেন মাশরাফি। নিজের প্রথম ওভারেই সেট ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে (৩১) ফিরিয়ে প্রথম উইকেটের স্বাদ নেন মাশরাফি। নিজের চতুর্থ ওভারে ফেরান মোশাররফ হোসেন রুবেলকে।

ইনিংসের ৪৪ ও ৪৯তম ওভারে দুটি করে উইকেট শিকার করেন মাশরাফি। এর মধ্যে  ৪৪তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাজ্জাদুল হক ও নাহিদুল ইসলামকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন ম্যাশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগেও একবার ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। সেবার ২৬ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এসকে/এমআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।