ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি আইনে মাশরাফিদের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বৃষ্টি আইনে মাশরাফিদের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বৃষ্টি আইনে চলমান ডিপিএলের নবম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএল মেথডে) লিজেন্ডস অব রুপগঞ্জকে ১০ রানে হারিয়েছে মাশরাফির দল।

সোমবার (৩০ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে রুপগঞ্জ ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে, ৩৫.৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হারানো কলাবাগান ১২৭ রান তুললে বৃষ্টি নামে। মাঠে পুনরায় আর বল না গড়ালে বৃষ্টি আইনে ১০ রানের জয় পায় মাশরাফিরা।

রুপগঞ্জের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন সৌম্য সরকার এবং শাহিন হোসেন। দুই ওপেনার দ্রুতই ফেরেন। সৌম্য ৭ আর শাহিন ৫ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৩১ রান। ইশাঙ্ক করেন ২০ রান।

সাজ্জাদুল হকের ৪৮ রানই ছিল রুপগঞ্জের ইনিংস সর্বোচ্চ। আসিফ আহমেদের ব্যাট থেকে আসে ৪০ রান। এছাড়া, ১৫ রান করেন আলাউদ্দিন বাবু।

কলাবাগান দলপতি মাশরাফি ১০ ওভারে ৪২ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট। দেওয়ান সাব্বির তিনটি উইকেট দখল করেন। আবদুর রাজ্জাক উইকেট শূন্য থাকেন।

ব্যাটিংয়ে নেমে কলাবাগানের ওপেনার জসিমউদ্দিন ৩৩ ও জুপিটার ঘোষ ১৪ রান করেন। তিন নম্বরে ব্যাট হাতে নামা রোহান ৩৩ রান করে সাজঘরে ফেরেন। মেহরাব হোসেন জুনিয়র ১৩ আর তানভির হায়দার ২৪ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচের ৩৫.৪ ওভারে বৃষ্টি হানা দিলে বল মাঠে আর গড়ায়নি। ততক্ষণে কলাবাগান ডিএল মেথডে জয় থেকে এগিয়ে ছিল। জয়ের জন্য তখন তাদের দরকার ছিল ১১৮ রান। ফলে, বৃষ্টি আইনে ১০ রানে জয় পায় কলাবাগান।

হারলেও পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে রুপগঞ্জ। ৯ ম্যাচ খেলে দলটি ৫টি জয়, ৩টি পরাজয় আর একটি টাই নিয়ে সংগ্রহ করেছে ১১ পয়েন্ট। অপরদিকে, সুপার লিগ অনেকটাই অনিশ্চিত কলাবাগানের সংগ্রহ ৮ পয়েন্ট। মাশরাফির দলটি ৯ ম্যাচ খেলে ৪টি জয় আর ৫টি পরাজয়ের স্বাদ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এমআর

**
ফতুল্লায় মাশরাফির তাণ্ডব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।