ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়ে শুরু সুপার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়ে শুরু সুপার লিগ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ হয়েছে সোমবার (৩০ মে)। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলকে নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ।

আর তাতে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী ও মোহামেডান।

বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে সুপার লিগের সব ম্যাচ। সোমবার (৩০ মে) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুপার লিগের সূচি প্রকাশ করেছে বিসিবি।
 
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গত পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডান। সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ও খেলাঘর সমাজ কল্যান সমিতি। ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আবাহনী।

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে অংশ নেয় সাতটি দল। সুপার লিগে উঠতে ব্যর্থ হয় বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব ও ইন্দিরা রোড ক্রীড়া চক্র। ৬ ম্যাচের কোনোটিতেই জয়ের মুখ দেখেনি ইন্দিরা রোড। বিকেএসপি দুটি ও গুলশান ইয়ুথ এক ম্যাচে জয় পায়।
 
সুপার লিগের সূচি:
০২ জুন: আবাহনী বনাম মোহামেডান
০৩ জুন: রুপালি ব্যাংক বনাম খেলাঘর
০৫ জুন: মোহামেডান বনাম খেলাঘর
০৬ জুন: রুপালি ব্যাংক বনাম আবাহনী
০৮ জুন: মোহামেডান বনাম রুপালি ব্যাংক
০৯ জুন: খেলাঘর বনাম আবাহনী

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ৩১ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।