ঢাকা: ‘মুস্তাফিজ আমাদের বীর, আমাদের সন্তান, বিশ্ব ক্রিকেটাঙ্গনে মুস্তাফিজ এক বিরল প্রতিভা। দেশের নবরাজ কুমার।
সোমবার (৩০ মে) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বাঁহাতি পেস ওয়ান্ডার ও আইপিএল জয়ী মুস্তাফিজুর রহমানকে বরণ করতে এসে বিমানবন্দরের অভ্যর্থনা কক্ষে তিনি এভাবেই প্রশংসার বাণী ছোটালেন।
উপমন্ত্রী বলেন, ‘আজ মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানিয়েছি। আজকে আমরা আমাদের জাতীয় বীরকে রাজমুকুট পরিয়ে দিয়ে সংবর্ধনা জানিয়েছি। আমরা আগামী দিন তাকে রাষ্ট্রীয় পদক এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে সংবর্ধিত করবো। ’
আরিফ খান জয় আইপিএলে মুস্তাফিজের পারফরম্যান্স বাংলাদেশকে জাতি হিসেবে গৌরাবান্বিত করেছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, ‘মুস্তাফিজের বিরল প্রতিভা বাঙালি জাতিকে সবচেয়ে বেশি গর্বিত করেছে। আজ বাঙালি জাতি উৎসবের রঙে রঙিন হয়েছে। মুস্তাফিজ আজ উৎসবের মধ্যমণি। এ বীর সন্তানকে আজ সরকারের পক্ষ থেকে বরণ করে নিলাম। বাংলাদেশের ষোলো কোটি মানুষ মুস্তাফিজের জন্যে দোয়া করবেন। ’
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এইচএল/এইচএ/