ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ফাস্ট বোলার এরাঙ্গা প্রশ্নবিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
লঙ্কান ফাস্ট বোলার এরাঙ্গা প্রশ্নবিদ্ধ শামিন্দা এরাঙ্গা-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চেস্টর-লি-স্ট্রিটে দ্বিতীয় টেস্টে অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে পড়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার শামিন্দা এরাঙ্গা। ম্যাচের আম্পায়ার  ও অফিসিয়ালরা এ ব্যাপারে লঙ্কান দলের কাছে একটি রিপোর্ট জমা দেন।

 

এরাঙ্গাকে আগামী ১৪ দিনে মধ্যে আইসিসি’র নির্ধারিত পরিক্ষাগারে বোলিং টেস্ট দিতে হবে। তবে এ ক্ষেত্রে ইংল্যান্ডের লুগবার্গ ইউনিভার্সিটি তার সবচেয়ে কাছের পরিক্ষাগার। কিন্তু বোলিং টেস্টে ফলাফল আসার আগে তিনি নিয়মিত বোলিং করতে পারবেন।

চেস্টার-লি-স্ট্রিটে ম্যাচের আম্পায়ার হিসেবে ছিলেন আলিমদার ও এস রবি। সেই সঙ্গে ম্যাচর রেফারি হিসেবে ছিলেন অ্যান্ডি পেক্রফ্ট।

এবারই প্রথম বোলিংয়ে প্রশ্নবিদ্ধ হলেন এরাঙ্গা। আর ফলাফলে তিনি যদি অবৈধ প্রমাণ হন, তবে নিজেকে শোধরানোর আগ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন না।

এরাঙ্গার এমন খবরে বড় ধাক্কাই খেল লঙ্কান দল। কারণ ইনজুরির কারণে ইতোমধ্যে দল থেকে ছিটকে গেছেন দলের প্রথম পছন্দ ধামিকা প্রশাদ ও ধাসমান্থা চামিরা। তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০তে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।