ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কাউন্টিতে অনিশ্চিত মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
কাউন্টিতে অনিশ্চিত মুস্তাফিজ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের প্রাচীনতম কাউন্টি দল সাসেক্স মুস্তাফিজুর রহমানকে ১০ জুনের মধ্যে পাবে বলে আশা করছে। কিন্তু আইপিএলের শেষদিকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় লুক রাইটের দলের অপেক্ষা হয়তো আরও লম্বাই হচ্ছে।

মুস্তাফিজের চোট নিয়ে কোনো সুসংবাদ নেই বিসিবির চিকিৎসকদের কাছে।
 
আইপিএল মাতিয়ে সোমবার (৩০ মে) রাতে ভারত থেকে ঢাকায় ফেরেন মুস্তাফিজ। মঙ্গলবার বিসিবির চিকিৎসকরা মুস্তাফিজের চোট পর্যবেক্ষণ করেছেন। মিরপুরের একাডেমি ভবনে লম্বা সময় ধরে মুস্তাফিজকে পর্যবেক্ষণ করেন বিসিবির চিকিৎসক, ফিজিওরা।

 
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিসিবির ডাক্তার-ফিজিও ও মুস্তাফিজের সঙ্গে আলাপ করে সংবাদমাধ্যমকে জানান, একটানা বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলার ফলে ফিজিক্যাল কিছু সমস্যা হচ্ছে মুস্তাফিজের। সে আইপিএল থেকে ফিরেছে গতকাল। আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। আমাদের ফিজিও ডাক্তার যারা আছেন তারা আজকে অ্যাসিস করেছেন ম্যানুয়ালি এবং তাকে আরও কিছু অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) করা হবে। রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমরা কিভাবে এগোবো। ’

 
সাসেক্স ১০ তারিখের মধ্যে মুস্তাফিজকে পাবে বলে আশা করছে। এই সময়ের মধ্যে মুস্তাফিজের পুরোপুরি ফিট হওয়া সম্ভন কিনা-এমন প্রশ্নে  নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘যেহেতু একটা প্রসেসের (প্রক্রিয়া) মধ্য দিয়ে সে যাচ্ছে তাতে রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলা ঠিক হবে ‍না। আমাদের ডাক্তাররা যে অ্যাসেসমেন্ট করেছে, যে প্রসেসে যাচ্ছে তাতে আরও দুই-একদিন সময় লাগবে। তারপর আমরা বলতে পারবো টুর্নামেন্টে (কাউন্টি) খেলানো কতটা সম্ভব। ’
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।