ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর হয়ে খেলতে আসছেন ইউসুফ পাঠান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আবাহনীর হয়ে খেলতে আসছেন ইউসুফ পাঠান সাকিব আল হাসান ও ইউসুফ পাঠান-ছবি: সংগৃহীত

ঢাকা: সুপার লিগে উঠতে শেষ দু’টি ম্যাচে জয়ের বিকল্প নেই আবাহনীর সামনে। শেষ ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে অপেক্ষাকৃত সহজ দল ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)।

বুধবারের (১ জুন) ম্যাচে তাদের কঠিন প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়তে হবে। ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ায় রজত ভাটিয়াকে পাচ্ছে না আবাহনী। তার বিকল্প হিসেবে আরেক ভারতীয় ব্যাটসম্যান ইউসুফ পাঠানকে দলে টেনেছে তামিম ইকবালের দল।  

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর  হয়ে খেলতে মঙ্গলকার (৩১ মে) রাত ৯টায় ঢাকায় পা রাখবেন হার্ডহিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠান। আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘সুপার লিগে ওঠার জন্য শেষ দুটি ম্যাচেই আমাদের জিততে হবে। ইউসুফ পাঠান যোগ হওয়ায় আমাদের ব্যাটিং শক্তি বাড়বে। আশা করি, দুটি ম্যাচ জিতেই আবাহনী সুপার লিগ নিশ্চিত করবে। ’

নবম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন ইউসুফ পাঠান। ১৫ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৬১ রান। কেকেআরে সাকিব আল হাসানের এই সতীর্থ রজত ভাটিয়ার অভাব পূরণ করতে পারবেন বলে আশাবাদী আবাহনী  কর্তৃপক্ষ।

আগের ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দেয়ায় এমনিতেই ব্যাটিং-বোলিংয়ে শক্তি অনেকটা বেড়েছে দলটির। সাকিব-মোসাদ্দেকের ব্যাটিংয়ে শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় আবাহনী।

৯ ম্যাচে সমান ১০ পয়েন্ট আবাহনী ও প্রাইম ব্যাংকের। সে হিসেবে দু’টি দলের জন্য এটি বাঁচা-মরার লড়াই। বিকেএসপির তিন নম্বর মাঠে বুধবার সকাল ৯টায় শুরু হবে দশম রাউন্ডের এ ম্যাচটি।

দশম রাউন্ডের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর ও ফতুল্লায়। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির সঙ্গে লড়বে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।