ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

যশোর থেকে বাড়ির পথে ‘কাটার  মাস্টার’

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
যশোর থেকে বাড়ির পথে ‘কাটার  মাস্টার’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের (আইপিএল) নবম আসরের চ্যাম্পিয়ন দলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা বাংলাদেশের ‘কাটার  মাস্টার’ মুস্তাফিজুর রহমান সড়ক পথে বাড়ির পথে রওনা হয়েছেন।  

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর বিমান বন্দর থেকে সড়ক পথে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের উদ্দেশে রওনা হন তিনি।

সোমবার (৩০ মে) রাতে ঢাকায় ফিরলেও শেকড়ের টানে প্রায় দু’মাস পর বাবা-মায়ের কাছে ফিরছেন মুস্তাফিজুর রহমান।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে যশোর বিমানবন্দরে বিমান থেকে বেরিয়ে আসতেই নিকটজনদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মুস্তাফিজ। এরপর স্বভাবসুলভ সেই ‘লাজুক হাসিমাখা’ মুখে কুশল বিনিময় করলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুস্তাফিজুর রহমান বলেন, আইপিএল খেলতে গিয়ে তিনি অনেক আনন্দ পেয়েছেন। সে দেশীয় খেলোয়াড়রা তাকে অনেক ভালোবাসতেন বলেও জানান মুস্তাফিজ।

এছাড়াও বাংলাদেশে আইপিএল’র জয়ের আনন্দ দেখে তার উদ্দীপনা আরও বেড়েছে বলেও জানায় মুস্তাফিজ।

যশোর বিমানবন্দরে বরণ করতে আসা মুস্তাফিজুরের খালু আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, ফাইনালের লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে জিতিয়ে আনা মুস্তাফিজকে বরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সাতক্ষীরাবাসী। তবে ২০ জনের মতো নিকটজন তাকে বরণ করতে যশোরে এসেছেন। তবে এলাকায় তাকে বরণের নানা প্রস্তুতি রয়েছে বলেও জানা যায়।

তিনি আরও জানান, আইপিএল খেলতে ভারত রওয়ানা হওয়ার আগে সপ্তাহখানেক গ্রামের বাড়িতে পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষের সঙ্গে সময় কাটিয়েছে মুস্তাফিজ।

আইপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য হয়ে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম সেরা এই বোলার ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। পাওয়ার প্লে’র শেষ ওভার ও ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের জন্য এ পুরস্কার জেতেন মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।