ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী দলের প্রধান নির্বাচক সুমন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
নারী দলের প্রধান নির্বাচক সুমন

ঢাকা: এতদিন ছিলেন পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য। রোববার থেকে পরিচয় বদলে গেল হাবিবুল বাশার সুমনের।

জাতীয় দলের সাবেক  এ অধিনায়ককে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক করার সিদ্ধান্ত হয়েছে বিসিবির বোর্ড সভায়।

 

জাহানারা-সালমাদের দল গড়ার কাজটি একাই করবেন হাবিবুল বাশার। আগে পুরুষ দলের নির্বাচকরাই গঠন করতেন নারী দল। সাকিব-তামিম-মাশরাফিদের দলের তিন সদস্যের নির্বাচক প্যানেলে হাবিবুলের জায়গায় কাজ করবেন সাজ্জাদুল আলম শিপন।

রোববার (১৯ জুন) মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন, ‘হাবিবুল বাশার সুমনকে দিয়ে নারী ক্রিকেট দলের জন্য গঠন করা হয়েছে এক সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।