ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধান নির্বাচকের পদ ছাড়ছেন ফারুক আহমেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জুন ২০, ২০১৬
প্রধান নির্বাচকের পদ ছাড়ছেন ফারুক আহমেদ ফারুক আহমেদ (মাঝে)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: নির্বাচক কমিটিতে ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় প্রধান নির্বাচকের পদ ছাড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ফারুক আহমেদ। নির্বাচক কমিটির কাঠামো (দ্বি-স্তর) বদলের ভাবনাটি রোববার (১৯ জুন) বিসিবির বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এবার পদত্যাগ করছেন ফারুক।

 

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন সাবেক এই অধিনায়ক। দেশে ফিরলেই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই স্তরবিশিষ্ট নির্বাচক কমিটি হচ্ছে, বেশ কিছুদিন ধরেই এমন আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি অনুমোদন দেয় বিসিবি।  বিষয়টা মেনে নিতে পারেননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ।  

মূলত, দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করার প্রতিবাদেই ফারুক পদত্যাগের ঘোষণা দিচ্ছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র।  

দুই স্তরবিশিষ্ট নির্বাচক কমিটিতে এখন থাকবেন কোচ-ম্যানেজারও।  এদিকে, ছয় সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের নির্বাচক কমিটিতে ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন সদস্য হিসেবে যোগ দেবেন এত দিন বয়সভিত্তিক দলগুলোর  নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন।

নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকে। নারী ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বয়সভিত্তিক দলগুলোর নির্বাচক হিসেবে এহসানুল হকের সঙ্গে যোগ দেবেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ও সাবেক ওপেনার হান্নান সরকার।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জুন ২০,২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।