ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় আবারও হাসলো রকিবুলের ব্যাট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ফতুল্লায় আবারও হাসলো রকিবুলের ব্যাট রকিবুল হাসান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগের ম্যাচে সেঞ্চুরি না পাবার আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান রকিবুল হাসান। মোহামেডানের বিপক্ষে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলা রকিবুল প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম শতকের দেখা পেলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

সোমবার (২০ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‍সুপার লিগের গুরুত্বপূর্ন ম্যাচে ৯৫ বলে ১০টি চারে সাহাজ্যে সেঞ্চুরি পূর্ন করেন রকিবুল। এনামুল হক জুনিয়রের পরের বলেই অবশ্য ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটসম্যান।

শতকের মধ্য দিয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ স্কোরার এখন রকিবুল হাসান। ৬৫২ রান নিয়ে শীর্ষে থাকা আব্দুল মজিদকে পেছনে ফেলেছেন রকিবুল। ১৫ ম্যাচে রকিবুলের সংগ্রহ ৬৫৩ রান।

রকিবুলের শতকের দিনে বড় সংগ্রহের পথেই হাটছে প্রাইম দোলেশ্বর। ৪০ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ২৩৮ রান।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ২০ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।