ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে ফিরতে শতভাগ নিশ্চিত আসিফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জাতীয় দলে ফিরতে শতভাগ নিশ্চিত আসিফ মোহাম্মদ আসিফ-ছবি:সংগৃহীত

ঢাকা: সতীর্থ মোহাম্মদ আমির দুর্দান্ত প্রত্যার্বতন ঘটিয়ে ক্রিকেটে ফিরেছেন। ক’দিন পরে টেস্ট ক্রিকেটের আভিজাত্য অঙ্গনে আবারও নামবেন তিনি।

তবে এখনও ঘরোয় ক্রিকেটকেই সম্বল করে লড়াই করছেন মোহাম্মদ আসিফ। কিন্তু জাতীয় দল পাকিস্তানের হয়ে আবারও নিশ্চিত খেলবেন এমনই এক ইঙ্গিত দিলেন ডানহাতি এ পেসার।

 

বর্তমানে নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থান করা আসিফ জানান, ‘আমার এক বন্ধু এখানে আমাকে আসতে বলেছে। আর এখানের পরিবেশও দারুণ। তাই আমি এসেছি। এখানকার ক্রিকেট খুব একটা উন্নত নয়। তবে প্রচুর ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ’

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে একটি ‘নো’ বলকে কেন্দ্র করে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আসিফ, আমির ও সাবেক অধিনায়ক সালমান বাট। তিন জনই ক্রিকেট থেকে পাঁচ বছর করে নিষেধাজ্ঞা পান। সেই সঙ্গে বিভিন্ন মেয়াদে জেলও খাটেন। বয়স কম ও প্রতিভাবান ক্রিকেটার হওয়ায় জাতীয় দলে খুব দ্রুত সুযোগ পেয়ে যান আমির।

আসিফ আরও জানান, ‘সেটা খুবই কঠিন সময় ছিল। তবে আমি সেই সময়টি এখন পার হয়ে এসেছি। এখন আমি ঠিক আছি। আর এ সম্পর্কে এখন আর বেশ কিছু বলতে চাই না। আমার এখন শুধু ক্রিকেট খেলার সময়। ’

ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার সময় আসিফ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের পেছনে থেকে টেস্ট ৠাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। আর তিনি বিশ্বাস করেন দলের হয়ে আবারও খেলবেন, ‘আমি আশা করি পাকিস্তানের আগামী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে আমাকে নির্বাচন করা হবে। আমি শতভাগ নিশ্চিত দলের হয়ে আমি আবারও খেলবো। আর জাতীয় দলে আরও তিন-চার বছর খেলার স্বপ্ন রয়েছে আমার। ’

আসিফ পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন। ২.৯৯ ইকোনোমিতে ১০৬টি উইকেট নেন তিনি। ওয়ানডেতে ৩৮ ম্যাচে তার দখলে রয়েছে ৪৬টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২০ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।