ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের দশ উইকেটের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
ইংলিশদের দশ উইকেটের রেকর্ড জয় ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড গড়ে জয় পেলো ইংল্যান্ড। লঙ্কানদের দেওয়া ২৫৫ রানের টার্গেটে জেসন রয় ও অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরিতে ওপেনিংয়ে এই কীর্তি গড়ে স্বাগতিকরা।

আর এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ইয়ন মরগান বাহিনী।

ইংলিশরা এ নিয়ে নিজেদের ওয়ানডে ক্রিকেটে ছয়বার ১০ উইকেটের জয় পেলো। তবে এবারের জয়টি সব থেকে আলাদা। জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের কোন উইকেট না হারিয়ে ২৩৬ রানে জয়ই এতদিন সর্বোচ্চ জয় ছিলো। ২০১৫ সালেই রেকর্ড গড়েছিলো কিউইরা।

এদিকে লঙ্কানরা এ নিয়ে ছয়বার ১০ উইকেটে হারলো।

ইংল্যান্ডের এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে প্রতিপক্ষের বিপক্ষে ২০০ রানের রেকর্ড ছিলো। সেবার বিক্রম সোলাঙ্কি ও মার্কাস ট্রেসকথিক এই কীর্তি গড়েছিলেন। তবে যে কোন উইকেটে ইংল্যান্ডের রেকর্ড ছিলো এতদিন বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালে অ্যান্ড্রু স্ট্রস ও জোনাথন ট্রট ২৫০ রান করেছিলেন।

শুক্রবার (২৪ জুন) বার্মিংহামের এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় দু’দল। তবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান বোলারদের বেধড়ক পিটিয়ে রয় ও হেলস দু’জনেই সেঞ্চুরি তুলে নেন। ৯৫ বলে সাত চার ও চার ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি সহ সেরা ইনিংস খেলেন রয়।

অন্যদিকে আরো আগ্রাসী ছিলেন হেলস। তিনি ১১০ বলে ১০ চার ও ছয় ছক্কায় ১৩৩ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। এছাড়া এটি তারও ওয়ানডে ক্যারিয়ারে সেরা ইনিংস। পরে ম্যাচটি ইংলিশরা ৯৫ বল বাকি থাকতেই জিতে নেয়।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে। দিনেশ চান্দিমাল ও উপল থারাঙ্গার হাফসেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৫৪ রান করে লঙ্কানরা। চান্দিমাল ৫২ ও থারাঙ্গা ৫৩ রান করেন। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে আসে ৪৪ রান। ইংলিশ বোলারদের মধ্যে দুটি করে উইকে পান লাইম প্লাঙ্কেট ও আদিল রশিদ আর একটি উইকেট নেন ডেভিড উইলি।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ২৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।