ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

কোচ না হতে পেরে হতাশ রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
কোচ না হতে পেরে হতাশ রবি শাস্ত্রী রবি শাস্ত্রী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারত জাতীয় দলের কোচের পদে নিয়োগ না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন রবি শাস্ত্রী। দুই বছর জাতীয় দলের টিম ডিরেক্টর থাকলেও সম্প্রতি শাস্ত্রীকে পেছনে ফেলে নতুন কোচের পদে বসেন অনিল কুম্বলে।

 

শাস্ত্রী অভিযোগ করেন ক্রিকেট উপদেষ্টা কমিটিতে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ছিলেন অন্যতম। কোচ নিয়োগের জন্য তার ভূমিকাও ছিলো অনেক বেশি। তবে তার সাক্ষাতকারের সময় সে ছিলো না।

শাস্ত্রী বলেন, ‘সে (গাঙ্গুলি) সেদিন ছিলেন না। আমি স্কাইপিতে সাক্ষাতকার দিয়েছিলাম। সে সময় আমি থাইল্যান্ডে ছিলাম। আর ভারতে বসে আমার সাক্ষাতকার নিয়েছিলেন ভিভিএস লক্ষন ও চীফ কোর্ডিনেটর সঞ্জয় জাগদালে। আর লন্ডন থেকে স্কাইপিতে ছিলেন শচীন টেন্ডুলকার। তবে গাঙ্গুলি কলকাতায় ছিলেন। ’

তিনি আরও বলেন, ‘ এই ব্যাপারটি আমাকে হতাশ করেছে। আমার সাক্ষাতকারটি দুর্দান্ত ছিলো। আমি তাদের আমার পরিকল্পনা সম্পর্কে বুঝিয়েছিলাম। এছাড়া আমি দলের হয়ে বেশ কিছুদিন কাজ করেছি। কিন্তু কোচ হতে না পারায় হতাশই হলাম। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।