ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের হটিয়ে ফাইনালে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
প্রোটিয়াদের হটিয়ে ফাইনালে ক্যারিবীয়রা ছবি:সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানের বিশাল জয়ে ঘরের মাঠে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ড্যারেন ব্রাভো ও বোলাররা।

ফাইনালে জেসন হোল্ডাররা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

 

ওয়েস্ট ইন্ডিজ ব্রাভোর সেঞ্চুরিতে ৪৯.৫ ওভারে ২৮৫ রান তোলে। পরে ৪৬ ওভারে ১৮৫ রান তুলতেই সবকটি উইকেট হারায় প্রোটিয়ারা।

২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের দাপটে দাঁড়াতে পারেনি কোনো প্রোটিয়া ব্যাটসম্যান। শেনন গ্যাব্রিয়েল, সুনিল নারাইনরা এলোমেলো করে দেয় চোকার খ্যাত দলটিকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ফারহান বেহারদিন। আর ৩২ রান আসে ফাস্ট বোলার মরনে মরকেলের ব্যাট থেকে।

গ্যাব্রিয়েল ও নারাইন সমান তিনটি করে উইকেট দখল করেন। দুটি উইকেট পান কার্লোস ব্রাথওয়েট। আর একটি উইকেট নেন অধিনায়ক হোল্ডার।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ১২ রানে তিন উইকেট হারায় দলটি। ওপেনার জনসন চার্লস-আন্দ্রে ফ্লেচার ও মারলন স্যামুয়েলস এ সময় আউট হন। দলীয় ২১ রানে আউট হন রামদিন। তবে পঞ্চম উইকেট জুটিতে কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে ১৫৬ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ব্রাভো।

পোলার্ড ব্যক্তিগত ৬২ রানে মরকেলের বলে ‍আউট হলেও ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ব্রাভো। ১০৩ বলে ১২ চার ও চার ছক্কায় ১০২ রান করে ক্রিস মরিসের বলে আউট হন বাঁহাতি এ ব্যাটসম্যান।

দ. আফ্রিকান বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান মরিস ও কাগিয়াসো রাবাদা। ম্যাচ সেরা হন ব্রাভো। আগামী ২৬ জুন ব্রিজটাউনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।