ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএল মাতাতে রাতে ঢাকা ছাড়ছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
সিপিএল মাতাতে রাতে ঢাকা ছাড়ছেন সাকিব

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাতে রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমিরেটসের একটি ফ্লাইটে রাত ৮টায় সাকিব ঢাকা ত্যাগ করবেন-বাংলানিউজকে এমনটি জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র।

সিপিএলে সাকিব এবার খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। প্লেয়ার্স ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে ভেরায় জ্যামাইকা। জ্যামাইকার দলটিতে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল, পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটারকে।

আগামী ২৯ জুন সিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠলেও  সাকিবদের দল জ্যামাইকা তালাওয়াসের প্রথম ম্যাচ ০২ জুলাই সেন্ট কিটসের বিপক্ষে।

২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন সাকিব। পরেরবার  অনাপত্তিপত্র নিয়ে বোর্ডের সঙ্গে জটিলতায় না খেলেই দেশে ফিরতে হয়েছিল সাকিবকে।   গেলবার বাংলাদেশ দলের সিরিজ থাকায় সিপিএল খেলা হয়নি সাকিবের। দুই আসর পর চতুর্থ আসরটিতে অংশ নিতে বনানীর বাসায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন সাকিব।    

একনজরে  সাকিবের দলের খেলার সূচি:

১/ ০২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- রাত ১০টা
২/ ০৫ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৫টা
৩/ ০৮ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫টা
৪/ ১২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
৫/ ১৬ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬টা
৬/ ১৭ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- ভোর ৪টা
৭/ ১৯ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৬টা
৮/ ২১ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
৯/ ৩০ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ১০টা
১০/ ১ আগস্ট, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ২টা
(ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী)

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।