ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে প্রথমবার ভারতীয় নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
বিগ ব্যাশে প্রথমবার ভারতীয় নারী ক্রিকেটার

ঢাকা: দেশের ঘরোয়া ক্রিকেটের বাইরে কোনো ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে, সুযোগ মিলেছে কেবল ভারতীয় নারী ক্রিকেটারদের।

বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, সুরেশ রায়নাদের দরজা আপাতত বন্ধই রয়েছে।

 

আর এমন সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন্সশিপে খেলবেন ভারতের অলরাউন্ডার হারমানপ্রিত কাউর।

প্রথমবারের মতো অজিদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নারীদের বিগ ব্যাশ অনুষ্ঠিত হয়। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর বসবে। সিডনি থান্ডারর্সের হয়ে দ্বিতীয় আসরে খেলবেন হারমানপ্রিত।

ধর্মশালায় বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির সভায় প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এ বিষয়ে সিদ্ধান্ত দেন।

সিডনির ক্যাপ্টেন অ্যালেক্স ব্লাকওয়েল জানান, আমরা গতবারের রানার্সআপ। এবারে দল সাজাতে ভারতের হারমানপ্রিতকে আমাদের প্রথম পছন্দ ছিল। এছাড়া ভেদা কৃশনামুর্তিকেও আমরা বেছে নিতে চেয়েছিলাম। কিন্তু, এবারের আসরে আমাদের বাইরে থেকে আরও একজন সেরা ক্রিকেটারকে বেছে নিতে হবে বলে আপাতত ভারত থেকে হারমানপ্রিতকেই আমরা দলে টেনেছি। আর তাদের বোর্ড সম্মতি দেওয়ায় কাজটি আরও সহজ হয়েছে।

বিগ ব্যাশের গত আসরে ভারতের ক্যাপ্টেন মিথালি রাজ এবং পেসার ঝুলন গোস্বামীকে দলে টেনেছিল অ্যাডিলেড স্টাইকার্স। তবে বোর্ডের অনুমতি বা অনাপত্তিপত্র না পাওয়ায় সে আসরে তাদের খেলা সম্ভব হয়নি।

ভারতের জার্সি গায়ে হারমানপ্রিত দুইটি টেস্ট খেললেও ৫৫টি ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার আটটি অর্ধশতক আর দুটি শতক রয়েছে। টি-টোয়েন্টিতে রয়েছে দুটি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।