ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

২০ জুলাই শুরু টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
২০ জুলাই শুরু টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন মাশরাফি-সাকিব-মুশফিকরা।

প্রিমিয়ার লিগ শেষে এখন বিশ্রামে ক্রিকেটাররা। বিশ্রামের সময়টা এবার বেশ লম্বা।

 

বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে আগামী ২০ জুলাই। ঈদের আগে ও পরে লম্বা সময় এবার পরিবারকে দিতে পারবেন ক্রিকেটাররা।

সদ্য প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, প্রাথমিকভাবে কন্ডিশনিং ক্যাম্প শুরুর তারিখ ঠিক করা হয়েছে ২০ জুলাই।
ক্যাম্পের বিষয়ে নান্নু আরও জানান, এখনো আমরা ক্যাম্প শুরুর দিনক্ষণ চূড়ান্ত করিনি। তবে একটা তারিখ করা আছে। সেটা ২০ জুলাই। ক্যাম্পের বিষয়ে কাজ শুরু করবে নির্বাচক কমিটি। ক্যাম্পে কতজন ক্রিকেটার ডাকা হবে সেটি এদিন ঠিক করবেন নির্বাচকরা।

ইংল্যান্ডের বিপক্ষে হোম  সিরিজের জন্যই মূলত প্রাথমিক দল ঘোষণা করা হবে। প্রাথমিক দলের সদস্যরাই সুযোগ পাবেন কন্ডিশনিং ক্যাম্পে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।