ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগান কোচ হলেন লালচাঁদ রাজপুত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আফগান কোচ হলেন লালচাঁদ রাজপুত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সাবেক ব্যাটসম্যান লালচাঁদ রাজপুতকে আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিল দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হক আফগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান।

 

রাজপুত যুদ্ধ বিধ্বস্ত দেশটির হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে স্কটল্যান্ড সফর করবেন। তার অধীনে আফগানদের জুলাই ও আগষ্টে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস সফরের কথা রয়েছে।

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানান, কোচের পদে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কোরে কলিমোর আবেদন করেছিলেন। তবে তারা তিনজন তাদের এজেন্টদের দ্বারা আবেদন করেন। আর রাজপুতের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড সুপারিশ করেছে।

রাজপুত ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুটি টেস্ট ও চারটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেট মিলিয়ে তিনি প্রায় ১৭ বছরের ক্যারিয়ার ১৯৯৯ সালে শেষ করেন। পরবর্তীতে তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানীত সেক্রেটারি হিসেবেও কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।