ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুম্বলের প্রশংসায় মেতেছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
কুম্বলের প্রশংসায় মেতেছেন শচীন অনিল কুম্বলে ও শচীন টেন্ডুলকার-ছবি:সংগৃহীত

ঢাকা: সদ্যই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অনিল কুম্বলে। এরই মধ্যে সাবেক তারকা এ স্পিনারের প্রশংসায় মেতেছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।

তিনি জানান বর্তমান দলটি কুম্বলের অধীনে অনেক কিছু শিখতে পারবে।

 

নতুন কোচের অধীনে চলতি মৌসুমে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে টিম ইন্ডয়ার। যেখানে ১৭ টেস্টের প্রথম চারটি খেলতে তারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ পাড়ি দিয়েছে। আর শচীন জানান, কুম্বলে দলকে যে কোন অবস্থায় ফাইট করতে শেখাবে।

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে শচীন বলেন, ‘সে (কুম্বলে) অনেক কঠিন সময়ের মধ্যে সময় পার করেছে। তাই আমি মনে করি সে দলকে পথ দেখাতে পারবে। ’

এবারের ভারতীয় কোচ নির্বাচনে কমিটি প্যানেলে শচীন ছিলেন অন্যতম। তিনি ছাড়াও ছিলেন সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন। আর কোচ হতে রবি শাস্ত্রীর সঙ্গে লড়তে হয়েছে কুম্বলেকে।

শচীন আরও বলেন, ‘কুম্বলের সঙ্গে আমার খেলার দারুণ কিছু অভিজ্ঞতা রয়েছে। আর বর্তমান দলের সদস্যরা তার কাছ থেকে ভালো কিছু শিখবে। সে ২০ বছরের মতো ক্রিকেট খেলেছে। আর এর সবটুকুই সে খেলোয়াড়দের মাঝে দিতে চাইবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।