ঢাকা: এক মাসের বেশি আফ্রিকা সফরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আর ১৬ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান জিত রাভাল।
ভারতে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নির্বাচকদের দৃষ্টিতে আসেন। ক্যারিয়ারে তার ব্যাটিং গড় ৪৩.৮৫। যেখানে ২০১৫-১৬ মৌসুমে তার গড় ৫৫.৭১।
রাভালের পাশাপাশি ২০১৪ সালের পর কিউইদের টেস্ট স্কোয়াডে আবারও জায়গা পেলেন স্পিনার ইশ সোধি। তার সঙ্গে দলে স্পিনার হিসেবে আরও থাকছেন মার্ক ক্রেইগ ও মিচেল স্যান্টনার।
আফ্রিকা সফরে প্রথমে জিম্বাবুয়ে যাবে নিউজিল্যান্ড। সেখানে দুটি টেস্টে খেলে প্রোটিয়াদের বিপক্ষে সমান ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে কেন উইলিয়ামসনের নেতৃত্বে থাকা দলটি। ২৮ জুলাই বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে কিউইরা।
০৬ আগস্ট এই মাঠে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। পরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে। আর ২৭ আগস্ট সেঞ্চুরিয়ানে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস