ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেসার হান্টের এবাদতের টার্গেট জাতীয় দল

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
পেসার হান্টের এবাদতের টার্গেট জাতীয় দল ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: পেসার রুবেলে হোসেনের জাতীয় দলে আসার পেছনের গল্প কে না জানে? বিসিবির প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘পেসার হান্ট’ থেকেই সন্ধান পাওয়া যায় রুবেলের। এরপর বাগেরহাটের এই পেসার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

রুবেলের দেখানো পথেই ছুটে চলেছেন বিমান বাহিনীতে কর্মরত এবাদত হোসেন।

আরেকটি রুবেলের সন্ধান পেতে গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মুঠোফোন সেবাদাতা সংস্থা রবি’র যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘ফাস্ট বোলার হান্ট’ কর্মসূচি। গতির ঝড় তুলে সেরা হন মৌলভীবাজারের বড়লেখার তরুণ এবাদত হোসেন। ঘণ্টায় সর্বোচ্চ ১৩৯ কিলোমিটার বেগে বল ছুঁড়েন এ ডানহাতি পেসার।  

এই তরুণের ঠিকানা হয়েছে রোববার থেকে শুরু হওয়া বিসিবির হাই পারফরম্যান্স ক্যাম্পে (এইচপি)। উদীয়মান ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণদান ও আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার লক্ষ্যে দেশি-বিদেশি কোচদের তত্ত্বাবধানে ৯ সপ্তাহ চলবে ট্রেনিং কার্যক্রম। জাতীয় দলের জন্য ক্রিকেটাররা নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবেন এই ক্যাম্প থেকেই।

বিমান বাহিনীর উচ্চপদস্থ কোনো পদে আসীন হওয়াই ছিল লক্ষ্য। এখন লক্ষ্য বাংলাদেশ দলের হয়ে ২২ গজে গতির ঝড় তোলা। এজন্য অবশ্য তাকে পাড়ি দিতে হবে আরও পথ। এ পথ পাড়ি দেবার প্লাটফর্ম পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এবাদত হোসেন, ‘এইচপিতে আসার পর অনেক ভালো লাগছে। আমি এই সুযোগটা গ্রহণ করবো। আমার প্রথম টার্গেট জাতীয় দল পর্যন্ত খেলা। আর দ্বিতীয়ত এটা একটা সুযোগ প্রমাণ করার যে আমি একজন ভালো বোলার বা ভালো খেলোয়াড়। এখান থেকে ভালো কিছু শিখতে চাই যা ভবিষ্যতে কাজে দেবে। ’

এইচপি ক্যাম্পে সুযোগ পাওয়া ২৫ ভাগ্যবানের একজন এবাদত। আগামী দুই মাস বিসিবি’র তত্ত্বাবধানে বিশ্বমানের কোচিং নেবেন এইচপি ক্যাম্পের তরুণরা। এবাদতের জাতীয় দলে খেলার মনছবিকে বাস্তবে রূপ দিতে হলে আগে খেলতে হবে ঘরোয়া লিগে। এটি মাথায় রেখেই এগিয়ে যাচ্ছেন এবাদত, ‘আমার টার্গেট সামনের বিপিএল, বিসিএল, এনসিএল। সেখানে সুযোগ পেলে আর পারফর্ম করতে পারলে আমার জন্য ভালো হবে। তারপর জাতীয় দলে যদি ডাক পাই....। ’

জাতীয় দলে খেলার স্বপ্ন এবাদতকে করে দিয়েছে ‘ফাস্ট বোলার হান্ট’ কার্যক্রম। এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা এবাদতের, ‘আমি পেসার হান্ট থেকে আসলাম। বিসিবি এবং রবি দারুণ একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের। যার কারণে আমরা এখানে আসতে পেরেছি। পেসার হান্ট থেকে প্রথম হওয়ার পর বিসিবির ১৪ জনের একটা ক্যাম্পে আসি। ওইখানে আমাদের স্কিল এবং ফিটনেস নিয়ে কাজ করা হয়েছিলো। সারোয়ার ইমরান (কোচ) স্যার বলেছিলেন এখানে যদি ভালো করতে পারি এইচপিতে নাম আসতে পারে। ’

এইচপি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনজন টপঅর্ডার ব্যাটসম্যান, ছয়জন মিডলঅর্ডার ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, চারজন স্পিনার, সাতজন পেসার ও দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।