ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

জনসনের বিগ ব্যাশে খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
জনসনের বিগ ব্যাশে খেলা নিয়ে সংশয় ছবি: সংগৃহীত

ঢাকা: বিগ ব্যাশের পরবর্তী আসরে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা মিচেল জনসন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

এবার নিজ দেশের ফ্র্যাঞ্চাইভিত্তিক ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারেন।

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের ফর্মের সঙ্গে লড়াই করেন ৩৪ বছর বয়সী জনসন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন মাত্র তিনটি ম্যাচ। তা সত্ত্বেও বিগ ব্যাশের ষষ্ঠ ইভেন্ট সামনে রেখে পার্থ স্কোরচার্স ও ব্রিসবেন হিট আগ্রহ দেখায়।

এরই মধ্যে পরবর্তী মৌসুমের জন্য নাকি জনসনকে প্রস্তাব দিয়েছে ব্রিসবেন হিট। রাজি না হলে বিকল্প পছন্দও রাখছে তারা। জনসনের ম্যানেজার স্যাম হ্যালভোর্সেন নিশ্চিত করেছেন, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনসন।

আগামী ২০ ডিসেম্বর বিগ ব্যাশের ষষ্ঠ আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স। ফাইনাল ২৮ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।