ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কুম্বলে ভারতকে শীর্ষে নিয়ে যাবে: ওয়ালশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
কুম্বলে ভারতকে শীর্ষে নিয়ে যাবে: ওয়ালশ কুম্বলে ও ওয়ালশ-ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হওয়া অনিল কুম্বলের প্রসংশায় মেতেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। ক্যারিবীয়দের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত এখন উইন্ডিজে।

ক্যারিবীয় দলে নির্বাচকের ভূমিকায় কাজ করছেন ওয়ালশ।

কুম্বলে প্রসঙ্গে ৫৩ বছর বয়সী ওয়ালশ জানান, ‘ সে (কুম্বলে) ভারতকে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করবে। সে অভিজ্ঞ ক্রিকেটার। ভারতীয় কোচের পাশাপাশি আইসিসিতেও তার সম্পৃক্ততা রয়েছে। ’

টেস্টে প্রথম ৫০০ উইকেটের মালিক ওয়ালশ আরও বলেন, ‘ক্যারিয়ারে ক্রিকেটার থাকার সময় কুম্বলে সব সময় দলকে সাহায্য করেছে। ভারতকে ওপরের দিকে নিয়ে যেতে তার সর্বাত্মক চেষ্টা থাকবে। ’ আন্তর্জাতিক ক্রিকেটে ৯৫০টির বেশি উইকেটের মালিক সাবেক লেগ স্পিনার কুম্বলে। ওয়ালশ আরও জানান তার কারণে দলের ড্রেসিং রুমের পরিবেশ সব সময় সতেজ থাকে।

আগামী ২১ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে। নর্থ সাউন্ডে মোকাবেলা করবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।