ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

দেয়াল টপকে স্টেডিয়ামে প্রবেশ, যুবক আটক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
দেয়াল টপকে স্টেডিয়ামে প্রবেশ, যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: গুলশান-শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ফলে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে কড়া নিরাপত্তা বলয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। অপ্রীতিকর ঘটনা এড়াতে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্টেডিয়ামের প্রতিটি গেটেই তৎপর আনসার সদস্যরা।

 

তবে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে দেয়াল টপকে স্টেডিয়াম চত্ত্বরে প্রবেশ করে বিপাকে পড়েছেন এক যুবক। বিসিবির নিরাপত্তাকর্মীদের হাতে আটকের পর তাকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে স্টেডিয়ামের তিন নম্বর গেটে বিসিবির নিরাপত্তাকর্মী জয়নুল আটক করেন ওই যুবককে। জয়নুল জানান, ‘তাকে বার বার বারণ করার পরও দেয়াল টপকে সে ভেতরে প্রবেশ করেছে। তাই তাকে ধরেছি। ’

পরে তাকে বিসিবির নিরাপত্তা বিভাগে নেয়া হয়। কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে ওই যুবককে মিরপুর থানায় সোপর্দ করা হয়।

মিরপুর থানার এএসআই আকিজুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কথা শুনে মনে হচ্ছে তার মাথায় সমস্যা আছে। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। সেখানকার থানায় আমরা রিপোর্ট করেছি। ছেলেটা কেমন সেটা জানার চেষ্টা করবো। নিরীহ কোনো মানুষকে আমরা ঝামেলায় ফেলবো না। তবে সন্ধ্যা হয়ে গেলেও তাকে নিতে কোনো আত্মীয় এখনো থানায় আসেনি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু কী কারণে সে ভেতরে প্রবেশ করেছে তা আমরা জানতে পারিনি। সন্দেহজনক মনে হলে আগামীকাল ওই যুবককে কোর্টে চালান করে দেব। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।