ঢাকা: ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বুধবার (২০ জুলাই) শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনসে নিয়ে কাজ হবে ক্যাম্পের প্রথম ৭-১০ দিন।
কন্ডিশনিং ক্যাম্প যার অধীনে শুরু হওয়ার কথা ছিল, সেই জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নকে পাওয়া যাবে না ক্যাম্পের প্রথম কয়েক দিন। ছুটি কাটিয়ে এখনই ফিরছেন না তিনি। তাই স্থানীয় ট্রেনার দিয়েই শুরু করতে হবে ক্যাম্প। ক্যাম্প পরিচালনা করবেন বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। তার সহকারী হিসেবে থাকবেন আরেক ট্রেনার তুষার কান্তি হালদার। জানা গেছে, মারিও নিজেই সুপারিশ করেছেন ইফতেখারুল ইসলাম দিয়ে ক্যাম্প শুরু করে দিতে।
ঈদের আগে ছুটিতে যাওয়া ভিল্লাভারায়নের ফেরার কথা ছিল ক্যাম্প শুরুর আগেই। কিন্তু গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর নিজের পরিবারকে আশ্বস্ত করতে বিলম্ব হচ্ছে এই লঙ্কানের বাংলাদেশে ফেরা।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ‘ওর একটু পারিবারিক ঝামেলা আছে। এছাড়া গুলশানে হামলার পর স্বাভাবিকভাবেই একটু ভড়কে গেছে। বিদেশি স্টাফদের মধ্যে একমাত্র সে-ই পরিবার নিয়ে ঢাকায় থাকতো। এখন এই পরিস্থিতিতে পরিবারকে বোঝানোর ব্যাপার আছে। তবে সে ফিরবে অবশ্যই। সুনির্দিষ্ট তারিখ ঠিক না হলেও ক্যাম্প শুরুর দু-চারদিনের মধ্যে ফিরবে আশা করি। ’
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর বিদেশি কোচদের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি ছুঁয়েছে ভিল্লাভারায়নকেই। স্ত্রী-সন্তানদের নিয়ে প্রায়ই সেখানে খেতে ও সময় কাটাতে যেতেন লঙ্কান এই ট্রেনার। আর্টিজানের সবুজ লনে ছুটোছুটি করতে খুবই পছন্দ করতো তার সন্তানরা। হামলার দু’দিন আগেই ছুটিতে নিজ দেশে ফিরে যান তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৬
এসকে/এমআরপি