ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএল শেষ না করেই ফিরছেন তিন প্রোটিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
সিপিএল শেষ না করেই ফিরছেন তিন প্রোটিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, ডেল স্টেইন এবং ওয়েন পারনেল চলমান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসর শেষ না করেই দেশে ফিরছেন। দেশটির ক্রিকেট বোর্ড থেকে এই তিন ক্রিকেটারকে ডেকে পাঠানো হয়েছে।

দেশের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই এই প্রোটিয়ারা সিপিএলে না খেলে ফিরে যাচ্ছেন।

এবারের মৌসুমে সাকিবের দল জ্যামাইকায় খেলছিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। দ. আফ্রিকান এই গতিদানব জ্যামাইকার হয়ে ১৮.৬২ গড়ে, ৬.৮২ ইকোনমি রেটে আট উইকেট তুলে নেন।

এদিকে, ভিলিয়ার্স ও পারনেল খেলেছেন বারবাডোসের হয়ে। ৫৮.৫০ গড়ে আর ১৫০.৯৬ স্ট্রাইকরেটে ভিলিয়ার্স দলটির হয়ে সর্বোচ্চ ২৩৪ রান করেন। পারলেন দলটির হয়ে তুলে নেন সাতটি উইকেট।

ভিলিয়ার্স আর পারনেলের বদলি হিসেবে বারবাডোস ইতোমধ্যেই দলে টেনেছেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ এবং দ. আফ্রিকার ডানহাতি পেসার মারচেন্ট ডি লাঙ্গেকে। ২০১৩ সালে জ্যামাইকার হয়ে খেলেছিলেন শেহজাদ। এরপর আর সিপিএলের আসরে খেলা হয়নি তার। ক্লাবটি থেকে জানানো হয় ২০ জুলাইয়ের ম্যাচেই ব্যাট হাতে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। আর গত আসরে গায়ানার হয়ে খেলেছেন পেসার ডি লাঙ্গে। আগামী ২৩ জুলাই সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে বলে জানায় ক্লাবটি।

এদিকে, সাকিব সতীর্থ স্টেইনের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে নতুন মুখ ড্যান প্যাটারসনকে। দক্ষিণ আফ্রিকান এই পেসার পরের ম্যাচে সাকিবদের সঙ্গে যোগ দেবেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।