ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রশ্নবিদ্ধ বোলারদের নিয়ে কাজ শুরু বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
প্রশ্নবিদ্ধ বোলারদের নিয়ে কাজ শুরু বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাসকিন আহমেদ ও আরাফাত সানি বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ হওয়ায় হাপিত্যেশ উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে থাকা দুই বোলারের অনুপস্থিতি বেশ ভোগায় বাংলাদেশ দলকে।

যে কারণে প্রিমিয়ার লিগ থেকে অ্যাকশনে ত্রুটি রয়েছে এমন বোলার চিহ্নিত করার তাগিদ অনুভব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিগ চলাকালীন আম্পায়াররা ১১ বোলারের বিরুদ্ধে অভিযোগ আনেন। লিগ শেষে গঠন করা হয় বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। আগামীকাল (২০ জুলাই) থেকে অভিযুক্ত বোলারদের নিয়ে কাজ শুরু করবে চার সদস্যের কমিটি। কমিটির চেয়ারম্যান বোর্ড পরিচালক জালাল ইউনুস। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার-দীপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমি ও গোলাম ফারুক চৌধুরী সুরু।

অভিযু্ক্ত বোলারদের মধ্যে আরাফাত ‍সানির অ্যাকশন শোধরানোর কাজ হচ্ছে জাতীয় দলের ম্যানেজম্যান্টের তত্ত্বাবধানে। বাকি ১০ বোলারের মধ্যে প্রথম দিন অ্যাকশন পর্যবেক্ষণ করা হবে দুইজনের। এরা হলেন-গাজী গ্রুপ ক্রিকেটার্সের অমিত কুমার নয়ন ও মোহামেডানের নাঈম ইসলাম জুনিয়র। এ দু’জনই বাঁহাতি স্পিনার।

কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার (১৯ জুলাই) সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা দুইজন বোলার নিয়ে কাজ শুরু করবো। আগামীকাল সকাল দশটায় কাজ শুরু হবে। সেখানে ক্যামেরা সেটআপ করা থাকবে। দুইজন বোলার হচ্ছেন নাঈম ইসলাম জুনিয়র ও অমিতাভ নয়ন। এই দুইজনকে নিয়ে আমরা প্রথম দিন কাজ করবো। ’

২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের ইনডোরে বোলারের অ্যাকশন আলাদা করে পরীক্ষা করবেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞরা। এই প্রক্রিয়ায় সব ধরনের বোলিংই করতে বলা হবে বোলারদের। ছয়টি ক্যামেরায় সেগুলোর ফুটেজ নিয়ে পরে সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা করা হবে। অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি হাত বাঁকবে যাদের, পুনর্বাসনের মাধ্যমে অ্যাকশন ঠিক করার আগ পর্যন্ত তারা ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন না।

ঘরোয়া ক্রিকেটে এর আগেও ‘চাকার’ ধরার চেষ্টা করে বিসিবি। সেটি ২০০৬-০৭ মৌসুমে। এরপর গত দশ বছর এ নিয়ে কোনো উদ্যোগই ছিল না।

যাদের নিয়ে কাজ করবে কমিটি: অমিত কুমার নয়ন (আবাহনী), মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান), মইনুল ইসলাম (গাজী গ্রুপ ক্রিকেটার্স), রেজাউল করিম (প্রাইম দোলেশ্বর), মোহাম্মদ শরিফুল্লাহ (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (লিজেন্ডস অব রূপগঞ্জ), ফয়সাল হোসেন ডিকেন্স (মোহামেডান), সঞ্জিত সাহা (ব্রাদার্স ইউনিয়ন), মোহাম্মদ সাইফু্দ্দিন (সিসিএস)।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৬
এসকে/এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।